- April 30, 2021
- Posted by: HR Raju
- Category: ইসলাম
No Comments
রমজান হলো তাকওয়া অর্জনের প্রশিক্ষণের মাস। তাকওয়া অর্জনই রমজানের লক্ষ্য ও উদ্দেশ্য।
রমজানের আমল করলে একটি কাজের জন্য ৭০ বা তার চেয়েও বেশি নেকি পাওয়া যায়। রমজান মাসে কয়েকটি আমলের কথা বলা হল।
- সিয়াম পালন করা
- সময়মেতা নামাজ আদায় করা
- সিহভাবে কোরআন শেখা ও তেলাওয়াত করা
- অপরকে কোরআন পড়া শেখানো
- সাহরি খাওয়া
- তারািব নামাজ পড়া
- শুকরিয়া আদায় করা
- কল্যাণকর কাজ করা
- তাহাজ্জুদ নামাজ পড়া
- বেশি বেশি দান করা
- উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা
- ইতিকাফ করা
- দাওয়াতে দ্বীনের কাজ করা
- সামর্থ্য থাকলে ওমরাহ পালন করা
- লাইলাতুল কদর তালাশ করা
- বেশি বেশি দোয়া ও কান্নাকাটি করা
- সময়মতো ইফতার করা ও অন্যকে ইফতার করানো
- তওবা ও ইস্তিগফার করা
- তাকওয়া অর্জন করা
- জাকাত দেওয়া
- ফিতরা দেওয়া
- অপরকে খাবার খাওয়ানো
- আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা
- কোরআন মুখস্থ বা হিফজ করা
- আল্লাহর জিকির করা
- মিসওয়াক করা
- কোরআন বোঝা ও আমল করা
রমজানের বিশেষ তিনটি আমল হলো:(১) কম খাওয়া,(২) কম ঘুমানো,(৩) কম কথা বলা।
হারাম থেকে দূরে থাকা; চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, জবানের হেফাজত করা।
ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম
01855 88 88 29
Leave a Reply
You must be logged in to post a comment.