কোম্পানি নিবন্ধনকোম্পানি নিবন্ধন সেবা

নতুন ব্যবসা শুরু করতে গেলেই আপনার প্রয়োজন হবে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস- এ নতুন ভাবে আপনার কোম্পানিকে নিবন্ধন করানো।

যাতে একাধিক বিনিয়োগকারী সংগ্রহ করা থেকে শুরু করে রেজিস্টার্ড কোম্পানি হিসেবে ব্যবসা শুরু করতে সহজ হয়। এছাড়া আপনার ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য এবং কোম্পানিকে বড় এবং প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে পরিচিতির জন্য কোম্পানি নিবন্ধন করা অবশ্যই প্রয়োজনীয় একটি বিষয়।

অনেকেই নতুন অবস্থায় কোম্পানির নিবন্ধন করতে অনেক ধরনের সমস্যায় পড়ে থাকেন।

ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম আপনাকে এই বিষয়ে পূর্ণ ভাবে সহায়তা করতে পারবে। আমাদের আছে দীর্ঘ ৬ বছরের অভিজ্ঞতা, যার মাধ্যমে আপনার আকাঙ্খিত কোম্পানির নিবন্ধন করতে পারবেন দ্রুত এবং স্বল্পমূল্যে।

আমাদের কাজ করার সফলতার হার শতভাগ।

  • ১০০%

নিশ্চিন্তে আমাদের কাছ থেকে সেবা গ্রহন করুন, আমাদের এক্সপার্ট টিম সকল সমস্যার সমাধান করে আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্ট পৌঁছে দিবে আপনার হাতে।

কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে।

ফাস্ট কনসালটেন্সি আপনার থেকে জরুরি যে কাগজ পত্র গুলো নিয়ে কাজ করা শুরু করতে পারবে।

  • ১. কোম্পানির নামের ছাড়পত্র নিতে হবে ।
  • ২. প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন ০২ থেকে ৪৮ জন পরিচালক/সদস্য থাকতে পারবেন ।
  • ৩. প্রত্যেক পরিচালক/সদস্যদের ভোটার আইডি অথবা পাসপোর্টের ফটোকপি
  • ৪. প্রত্যেক পরিচালক/সদস্যদের ব্যক্তিগত ই-টিন এর ফটোকপি অথবা ই-টিন নাম্বার ।
  • ৫. প্রত্যেক পরিচালক/সদস্যদের পাসপোর্ট সাইজ ০২ কপি ছবি ।
  • ৬. প্রত্যেক পরিচালক/সদস্যদের পদবী এবং শেয়ার কত হবে
  • ৭. কোম্পানীর অথরাইজড কেপিটাল কত হবে ?
  • ৮. কোম্পানীর পেইডআপ কেপিটাল কত হবে ?

আপনার সাধারন কিছু প্রশ্নের উত্তর।

আমাদের সেবা গ্রহণ করতে হলে প্রথমত আপনাকে আপনার উদ্দেশ্য সম্পর্কে জানাতে হবে। আপনার থেকে আপনার উদ্দেশ্য জানার পর আমাদের টিম প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার থেকে নেয়ার পরেই কাজ শুরু করে দিবে। কি কি ডকুমেন্টস এবং কি ধরনের ফি প্রয়োজন হবে আমাদের টিম আপনাকে আগেই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিবে।

বিষয়টি নির্ভর করে কি ধরনের কাজ আপনি করাতে চাইছেন, তবে আমরা আপনাকে এতটুকু নিশ্চিত করতে পারি সর্বনিম্ন সময়ে কাজ সম্পূর্ণ করার সকল মাধ্যম আমরা ব্যবহার করে থাকি, তাই নির্দিষ্ট সময়ে আপনি আপনার কাঙ্খিত ডকুমেন্টস হাতে পেয়ে যাবেন নিশ্চিন্তে।

আমাদেরকে আপনি ঘরে বসেই কাজের পেমেন্ট প্রদান করতে পারবেন। মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।

আমরা অন্যান্য যে সেবা গুলো প্রদান করে থাকি।

এছাড়া আমরা অভিজ্ঞতা এবং সফলতার সাথে অন্যান্য জে সার্ভিস গুলো দীর্ঘ ৫ বছর ধরে সেবা দিয়ে আসছি। যেমনঃ

  • নামের ছাড়পত্র,
  • নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন,
  • বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধন,
  • কোম্পানির বাৎসরিক রিটার্ন,
  • কোম্পানির শেয়ার হস্তান্তর,
  • সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট,
  • অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন,
  • ই-টিন রেজিষ্ট্রেশন,
  • ট্রেড লাইসেন্স, (এরিয়া গাজীপুর এন্ড ঢাকা)
  • ট্রেডমার্ক,
  • রেজিস্টার্ড,
  • এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স,
  • ভ্যাট,
  • ইনকাম ট্যাক্স,
  • ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।

আমাদের অন্যান্য কাজের সফলতা

তাদের কাজের অভিজ্ঞতার কারনে কোম্পানির নিবন্ধন, ট্রেড লাইসেন্স, আইআরসি, ইআরসি, ভ্যাটের সকল কাজ করিয়েছি ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম থেকে। তাদের সফলতা কামনা করি।

মোহাম্মদ কাইউম খান
ম্যানেজিং ডিরেক্টর, কমিটেড কর্পোরেট লিমিটেড

আপনি কি অফিসে বসেই কোম্পানি নিবন্ধন করতে চাইছেন ?