আমাদের এক্সপার্টদের কাছ থেকে সেবা গ্রহণ করুন, জেনে নিন আপনার সকল প্রশ্নের উত্তর।
-
ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স করতে যা প্রয়োজন হয়ে থাকে।
- January 22, 2016
- Posted by: HR Raju
- Category: আমদানি রপ্তানি
No Commentsআমদানি রপ্তানি একটি লাভজনক ব্যবসা। তাই ব্যবসাটি শুরু করতে হলে আমদানি আমদানি ও রপ্তানির লাইসেন্স করতে হবে। আমদানি লাইসেন্সকে বলা হয় ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) এবং রপ্তানি লাইসেন্সকে বলা হয় এক্সপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (ERC)। আজকে আমরা বলবো কিভাবে ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) করা যায়।
ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পেতে নিম্নলিখিত ধাপসমূহঃ
১. আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস থেকে আমদানি নিবন্ধন ফরম সংগ্রহ করুন।
২. আমদানি লাইসেন্স নিবন্ধনের জন্য নির্ধারিত হারে নিবন্ধন ফি জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের শাখায় সিডিউল ফি জমা দিন।
৩. নির্ধারিত ফিস সহ আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম পূরণ পূর্বক আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস জমা দিন।
প্রয়োজনীয় কাগজপত্রসমূহঃ
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানায় হালনাগদকৃত ট্রেড লাইসেন্স
ই-টিনআইএন/আয়কর প্রত্যয়নপত্র
প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা সম্পর্কিত মনোনীত ব্যাংক কর্তৃক প্রত্যয়নপত্র বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
স্বীকৃত চেম্বার/ব্যবসায় সংশ্লিষ্ট ট্রেড এসোসিয়েশনের হালনাগদকৃত সদস্যতা সনদ
আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ও সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি
বিশেষায়িত ব্যবসায়ভুক্ত আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স/অনুমতিপত্র (প্রযোজ্যক্ষেত্রে)
অংশীদারী ব্যবসায় হলে রেজিস্টার্ড অংশীদারী দলিল (আরজেএসসি/সাব-রেজিস্ট্রি অফিস হতে জারিকৃত)
লিমিটেড কোম্পনির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন, আর্টিক্যাল অব এসোসিয়েশন, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন
সাধারণভাবে ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) এর জন্য উপরোল্লোখিত কাগজপত্রই যথেষ্ট। তবে শিল্প প্রতিষ্ঠান, যৌথ বিনিয়োগ/১০০% বিদেশী বিনিয়োগ, ইন্ডেন্টিং ফার্ম ও বিশেষ উদ্দেশ্যে বা বিশেষ পণ্য আমদানির ক্ষেত্রে আরও কিছু কাগজপত্র জমা দিতে হয়।
Deprecated: Function WPBakeryShortCode::endBlockComment was called with an argument that is deprecated since version 4.7! $initial in /home/crjullnn/fastgovt.com/wp-includes/functions.php on line 6114
Deprecated: Function WPBakeryShortCode::endBlockComment was called with an argument that is deprecated since version 4.7! $initial in /home/crjullnn/fastgovt.com/wp-includes/functions.php on line 6114