ট্রেডমার্কনিয়ে নিন আপনার কোম্পানির ব্র্যান্ড ট্রেডমার্ক

ট্রেডমার্ক বা ব্যবসা স্বত্ত্ব হল একটি প্রতীক যা দ্বারা একটি উৎস থেকে আগত পণ্য বা সেবা থেকে অন্য উৎসের পণ্য বা সেবাকে আলাদা এবং পৃথক করা যায়।

একজন ব্যক্তি, প্রতিষ্ঠান বা যেকোন আইন সিদ্ধ সত্ত্বাই ট্রেডমার্কের স্বত্বাধিকারী হতে পারে। সাধারণত ট্রেডমার্ক পণ্যের মোড়কের গায়ে, চালানপত্রে অথবা পণ্যের রসিদে অঙ্কিত থাকে।

এছাড়া স্বত্বাধিকারীর ব্যবসায়িক স্থাপনায়ও এই প্রতীক প্রদর্শিত হয়ে থাকে। স্বতন্ত্র পণ্যের মালিকানা স্বত্ব দাবি করার জন্য সাধারণত ট্রেডমার্ক ব্যবহার করা হয়। সত্ত্বধিকারী ব্যতীত অন্য কেউ কোন পণ্যের ট্রেডমার্ক নিয়ে ব্যবসা করলে বা বিজ্ঞাপন দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ এবং পরবর্তীতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়।

ট্রেডমার্কের স্বত্বাধিকারী হওয়া ছাড়াও এটি লাইসেন্সের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। সচরাচর বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠানসমূহ ট্রেডমার্কের লাইসেন্স করার মাধ্যমে ব্যবসা পরিচালনা ও বিপণন করে থাকে। ট্রেডমার্কের অবৈধ ব্যবহার করে নকল পণ্য বা সেবা দেওয়ার চেষ্টা করলে তাকে ব্রান্ড পাইরেসি বলা হয়।

ব্রান্ড পাইরেসির শিকার হলে ট্রেডমার্কের স্বত্বাধিকারী আইনের আশ্রয় নিতে পারেন। অধিকাংশ দেশেই স্বত্ত্বধিকারীকে আইনি সহায়তা পেতে হলে ট্রেডমার্কের নিবন্ধন করিয়ে নিতে হয়।

ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম আপনাকে এই বিষয়ে পূর্ণ ভাবে সহায়তা করতে পারবে। আমাদের আছে দীর্ঘ ৬ বছরের অভিজ্ঞতা, যার মাধ্যমে আপনার আকাঙ্খিত কোম্পানির নিবন্ধন করতে পারবেন দ্রুত এবং স্বল্পমূল্যে।

আমাদের কাজ করার সফলতার হার শতভাগ।

  • ১০০%

নিশ্চিন্তে আমাদের কাছ থেকে সেবা গ্রহন করুন, আমাদের এক্সপার্ট টিম সকল সমস্যার সমাধান করে আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্ট পৌঁছে দিবে আপনার হাতে।

কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে।

ফাস্ট কনসালটেন্সি আপনার থেকে জরুরি যে কাগজ পত্র গুলো নিয়ে কাজ করা শুরু করতে পারবে।

 

  • ১. ট্রেড লাইসেন্স এর ফটোকপি
  • ২. ভোটার আইডি কার্ডের ফটোকপি ।
  • ৩. ০৪(চার) কপি লোগোর কালার কপি ।
  • ৪. পাসপোর্ট সাইজের ছবি ৩ (তিন) কপি ।
  • ৫. কোম্পানীর মেমোরেন্ডাম এন্ড আর্টিকেল ও ইনকরপোরেশন সার্টিফিকেট
  • ফরম ১২ এর ফটোকপি। (যদি লিমিটেড কোম্পানী হয়)

রেজিস্ট্রেশনের সময়সীমা: ৭ বছর। এরপর ১০ বছরের জন্য নবায়ন করা যায়।

আপনার সাধারন কিছু প্রশ্নের উত্তর।

আমাদের সেবা গ্রহণ করতে হলে প্রথমত আপনাকে আপনার উদ্দেশ্য সম্পর্কে জানাতে হবে। আপনার থেকে আপনার উদ্দেশ্য জানার পর আমাদের টিম প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার থেকে নেয়ার পরেই কাজ শুরু করে দিবে। কি কি ডকুমেন্টস এবং কি ধরনের ফি প্রয়োজন হবে আমাদের টিম আপনাকে আগেই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিবে।

বিষয়টি নির্ভর করে কি ধরনের কাজ আপনি করাতে চাইছেন, তবে আমরা আপনাকে এতটুকু নিশ্চিত করতে পারি সর্বনিম্ন সময়ে কাজ সম্পূর্ণ করার সকল মাধ্যম আমরা ব্যবহার করে থাকি, তাই নির্দিষ্ট সময়ে আপনি আপনার কাঙ্খিত ডকুমেন্টস হাতে পেয়ে যাবেন নিশ্চিন্তে।

আমাদেরকে আপনি ঘরে বসেই কাজের পেমেন্ট প্রদান করতে পারবেন। মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।

আমরা অন্যান্য যে সেবা গুলো প্রদান করে থাকি।

এছাড়া আমরা অভিজ্ঞতা এবং সফলতার সাথে অন্যান্য জে সার্ভিস গুলো দীর্ঘ ৫ বছর ধরে সেবা দিয়ে আসছি। যেমনঃ

  • নামের ছাড়পত্র,
  • নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন,
  • বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধন,
  • কোম্পানির বাৎসরিক রিটার্ন,
  • কোম্পানির শেয়ার হস্তান্তর,
  • সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট,
  • অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন,
  • ই-টিন রেজিষ্ট্রেশন,
  • ট্রেড লাইসেন্স, (এরিয়া গাজীপুর এন্ড ঢাকা)
  • ট্রেডমার্ক,
  • রেজিস্টার্ড,
  • এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স,
  • ভ্যাট,
  • ইনকাম ট্যাক্স,
  • ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।

আমাদের অন্যান্য কাজের সফলতা

তাদের কাজের অভিজ্ঞতার কারনে কোম্পানির নিবন্ধন, ট্রেড লাইসেন্স, আইআরসি, ইআরসি, ভ্যাটের সকল কাজ করিয়েছি ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম থেকে। তাদের সফলতা কামনা করি।

মোহাম্মদ কাইউম খান
ম্যানেজিং ডিরেক্টর, কমিটেড কর্পোরেট লিমিটেড

আপনি কি অফিসে বসেই কোম্পানির ট্রেডমার্ক করতে চাইছেন ?