রমজানে করনীয় এবং বর্জনীয়।
- April 30, 2021
- Posted by: HR Raju
- Category: ইসলাম
No Comments

রমজান হলো তাকওয়া অর্জনের প্রশিক্ষণের মাস। তাকওয়া অর্জনই রমজানের লক্ষ্য ও উদ্দেশ্য।
রমজানের আমল করলে একটি কাজের জন্য ৭০ বা তার চেয়েও বেশি নেকি পাওয়া যায়। রমজান মাসে কয়েকটি আমলের কথা বলা হল।
সিয়াম পালন করা
সময়মেতা নামাজ আদায় করা
সিহভাবে কোরআন শেখা ও তেলাওয়াত করা
অপরকে কোরআন পড়া শেখানো
সাহরি খাওয়া
তারািব নামাজ পড়া
শুকরিয়া আদায় করা
কল্যাণকর কাজ করা
তাহাজ্জুদ নামাজ পড়া
বেশি বেশি দান করা
উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা
ইতিকাফ করা
দাওয়াতে দ্বীনের কাজ করা
সামর্থ্য থাকলে ওমরাহ পালন করা
লাইলাতুল কদর তালাশ করা
বেশি বেশি দোয়া ও কান্নাকাটি করা
সময়মতো ইফতার করা ও অন্যকে ইফতার করানো
তওবা ও ইস্তিগফার করা
তাকওয়া অর্জন করা
জাকাত দেওয়া
ফিতরা দেওয়া
অপরকে খাবার খাওয়ানো
আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা
কোরআন মুখস্থ বা হিফজ করা
আল্লাহর জিকির করা
মিসওয়াক করা
কোরআন বোঝা ও আমল করা
রমজানের বিশেষ তিনটি আমল হলো:(১) কম খাওয়া,(২) কম ঘুমানো,(৩) কম কথা বলা।
হারাম থেকে দূরে থাকা; চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, জবানের হেফাজত করা।
ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম
01855 88 88 29
Leave a Reply
You must be logged in to post a comment.