মোহাম্মদ শিফাত হাওলাদারপরিচালক এবং ম্যানেজিং ডিরেক্টর

Mohammad Shifat
অভিজ্ঞতার ঝুলি
  • বিজনেস ডেভেলপমেন্ট।
  • কোম্পানি লিগ্যাল এডভাইজ।
  • ইন্টারন্যাশনাল ইনভেস্ট ম্যানেজমেন্ট।
  • এক্সপোর্ট – ইম্পোর্ট প্রসেসিং।
  • গ্রুপ অফ কোম্পানি মার্জ এন্ড শেয়ার প্রসেসিং।
education
  • MBA
  • BBA
  • HSC
  • SSC

ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্মের কর্ণধার এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন মোহাম্মাদ শিফাত হাওলাদার সাহেব।

মোহাম্মাদ শিফাত সাহেব, দীর্ঘ প্রায় ৫ বছর ধরে সফলতার সাথে ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম পরিচালনা করছেন। ১৫০+ কোম্পানির সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সেবা দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। উদ্যোক্তা থেকে শুরু করে গ্রুপ অফ কোম্পানির বিভিন্ন লিগ্যাল ডকুমেন্টস প্রাপ্তিতে সহায়তা করেছেন ফাস্ট কনসালটেন্সির মাধ্যমে।

দ্রুত কাজ বুঝে নেয়া, সময় মত কাজ বুঝিয়ে দেয়ার মত বিষয় এবং অভিজ্ঞতা আছে মোহাম্মাদ সিফাত সাহেবের। বর্তমানে তিনি বিভিন্ন কোম্পানির এডভাইজার এবং ব্যেক্তিগত তিনটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

সততা, সচ্ছতা, নিয়ম অনুযায়ী, দ্রুত সেবা প্রদান করাই হচ্ছে আমার একমাত্র সফলতার মূল কারন।  

ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম তৈরি করার আগে মূলত বিভিন্ন কোম্পানির লিগ্যাল এডভাইজার হিসেবে ছিলেন দীর্ঘদিন। এই দীর্ঘ দিনের অভিজ্ঞতা কে পুজি করে শুরু করেন ২০১৭ সালে ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম।

ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্মের হাত ধরেই আরো তিনটি ব্যবসা প্রতিষ্ঠান দাড় করিয়েছেন নিজ সততায়। সঠিক সেবার সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে ফাস্ট কনসালটেন্সি।

প্রয়োজনীয় তথ্য।

  • ব্যবসা লাভজনক হবে কিনা জানার উপায়।

    ব্যবসা লাভজনক হবে কিনা জানার উপায়। কি ব্যবসা শুরু করতে চাইছেন, তো কিভাবে বুঝবেন ব্যবসা লাভজনক হবে কিনা ? ব্যবসা লাভজনক হবে কিনা সেটা নির্ধারন করে ব্যবসায় নামতে পারলে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা কমে যায় অনেকাংশে। আজকে কিছু বিষয় উল্লেখ করবো যে বিষয়গুলো আপনাকে ব্যবসা লাভজনক হবে কিনা সে ব্যাপারে দারুন আইডিয়া দিতে পারবে সত্যিকার ব্যবসা

    June 26, 2022
  • নতুন ব্যবসা যেভাবে শুরু করবেন।

    ব্যবসা শুরু করার নিয়মঃ নতুন ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে অভিনন্দন। আজকে আমরা জানবো নতুন ব্যবসা শুরু করতে হবে যেভাবে শুরু করা উচিত। ব্যবসার সম্পূর্ণ পরিকল্পনাকে এমনভাবে ভাগ করে নিতে হবে, যাতে আপনার জন্য সব কাজের ব্যবস্থাপনা সহজ হয়। আমরা আপনার জন্য ‘করতে হবে’ এমন কাজগুলো তালিকা আকারে তুলে ধরছি। এতে আপনার বুঝতে সুবিধা হবে,

    June 26, 2022
  • ব্যবসায় পরিকল্পনার গুরুত্বঃ

    ব্যবসায় পরিকল্পনার গুরুত্বঃ ব্যবসায় লস হবার সম্ভাবনা ৯০%, যদি না ব্যবসার পরিকল্পনা সঠিক না হয়ে থাকে। তাই প্রতিটি ব্যবসার পরিকল্পনা আগে নির্ধারন করা সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান। তাহলে, সর্বপ্রথম আপনাকে একটি ব্যবসা পরিকল্পনা তৈরি করতে হবে। যে কোন ব্যবসা শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নতুন ব্যবসার পরিকল্পনা

    June 26, 2022

contact details

+8801855 88 88 29 +8801778 99 88 10
ভাওয়াল শপিং সেন্টার, তৃতীয় তলা, চান্দনা, গাজীপুর।

Social Profiles

কনসালটেন্সি সেবা প্রয়োজন ?

আপনার কোম্পানির যেকোন প্রয়োজনে ফর্মটি পূরণ করে আমাকে জানিয়ে রাখতে পারেন।

    আমাদের দক্ষ এবং অভিজ্ঞ এক্সপার্ট থেকে নিন আপনার যেকোন প্রশ্নের উত্তর। সকল সেবা এখন এক জায়গায়।

    তাদের কাজের অভিজ্ঞতার কারনে কোম্পানির নিবন্ধন, ট্রেড লাইসেন্স, আইআরসি, ইআরসি, ভ্যাটের সকল কাজ করিয়েছি ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম থেকে। তাদের সফলতা কামনা করি।

    মোহাম্মদ কাইউম খান
    ম্যানেজিং ডিরেক্টর, কমিটেড কর্পোরেট লিমিটেড

    আপনার কোম্পানির জন্য কন্সাল্টেন্ট খুজছেন ?