Deprecated: Optional parameter $blank declared before required parameter $slider is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/plugins/revslider/admin/includes/plugin-update.class.php on line 2805

Deprecated: Optional parameter $item_count declared before required parameter $access_token is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/plugins/revslider/includes/external-sources.class.php on line 68

Deprecated: Optional parameter $item_count declared before required parameter $access_token is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/plugins/revslider/includes/external-sources.class.php on line 85

Deprecated: Optional parameter $item_count declared before required parameter $current_photoset is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/plugins/revslider/includes/external-sources.class.php on line 1363

Deprecated: Optional parameter $range declared before required parameter $point_color is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/themes/consulting/inc/stock-indexes/stock-indexes.php on line 38

Deprecated: Optional parameter $interval declared before required parameter $point_color is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/themes/consulting/inc/stock-indexes/stock-indexes.php on line 38

Deprecated: Optional parameter $field_data declared before required parameter $section is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/themes/consulting/inc/customizer/customizer.class.php on line 272

Deprecated: Optional parameter $text declared before required parameter $len is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/themes/consulting/inc/extras.php on line 412
ট্রেড লাইসেন্স কীভাবে করবেন। – Fast Consultancy

ট্রেড লাইসেন্স কীভাবে করবেন।

 যে কোনো ব্যবসা করতে হলে আগে ট্রেড লাইসেন্স নিতে হয়। ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনের দৃষ্টিতে অপরাধ। বলতে গেলে সব ব্যবসা ও স্বাধীন পেশার জন্য ট্রেড লাইসেন্স নিতে হয়। ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স কোনো বাঁধা নয়। গ্রামে কিন্তু খুব অল্প টাকা দিয়েও ট্রেড লাইসেন্স করা যায়।

সাধারণত সিটি করপোরেশন ও মেট্রোপলিটন এলাকার বাইরে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা বা জেলা পরিষদ এই লাইসেন্স প্রদান করে থাকে। ব্যবসা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এটি ব্যবহারযোগ্য নয়।

ট্রেড লাইসেন্স কি এবং কেন প্রয়োজন

ট্রেড লাইসেন্স হলো স্থানীয় সরকার কতৃক প্রদত্ত ব্যবসার লাইসেন্স। ব্যবসার প্রথম এবং অবিচ্ছেদ্য একটি ডকুমেন্ট হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড মানে হচ্ছে ব্যবসা আর লাইসেন্স মানে হচ্ছে অনুমতি অর্থাৎ ট্রেড লাইসেন্স মানে হচ্ছে ব্যবসার অনুমতিপত্র।

কোন জায়গা/প্রতিষ্ঠান থেকে ট্রেড লাইসেন্স করতে হয়

সিটি করর্পোরেশন,পৌরসভা, ইউনিয়ন পরিষদ থেকে এই লাইসেন্স প্রদান করা হয়ে থাকে । আপনি সরাসরি ইউনিয়ন পরিষদ অফিস, সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় গিয়ে ট্রেড লাইসেন্স বানাতে পারেন। যে অঞ্চলে ব্যবসা করবেন, সেই অঞ্চলের স্থানীয় সরকার প্রতিষ্ঠান (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন) এর কাছ থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে।

ঢাকায় কীভাবে আবেদন করবেন

ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) তার নাগরিকদের সেবা দেওয়ার জন্য সিটি করপোরেশনকে কতগুলো অঞ্চলে বিভক্ত করেছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের পাঁচটি এবং দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচটি অঞ্চল রয়েছে। আপনার প্রতিষ্ঠানটি যে অঞ্চলের অন্তর্ভুক্ত, ওই অঞ্চলের অফিস থেকেই লাইসেন্স সংগ্রহ করতে হবে। ট্রেড লাইসেন্সের জন্য সিটি করপোরেশনের দুই ধরনের ফরম রয়েছে। আপনি যে ধরনের ব্যবসা করছেন বা করতে ইচ্ছুক, তার ওপর ভিত্তি করে ফরম নেবেন। ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিয়ে মূল ট্রেড লাইসেন্স বই সংগ্রহ করতে হবে।

কারা ট্রেড লাইসেন্স করতে পারবেন

নারী, পুরুষ উভয়ই ট্রেড লাইসেন্স করতে হবে তবে অবশ্যই তাকে কোন না কোন ব্যবসার সাথে জড়িত থাকতে হবে । বয়স ১৮ বছর এর উপরে হতে হবে ।

ট্রেড লাইসেন্স সংগ্রহের জন্য দুটি ভিন্ন ধরনের ফরম রয়েছে। ফরমগুলো ‘আই ফরম’ ও ‘কে ফরম’ নামে চিহ্নিত প্রতিটি ফরমের দাম ১০ টাকা। ব্যবসা প্রতিষ্ঠান যদি ছোট বা সাধারণ হয়, তবে ‘ফরম আই’ আর বড় ব্যবসার ক্ষেত্রে ‘কে ফরম’ নিতে হয়। আপনার প্রতিষ্ঠানটি যে অঞ্চলের অন্তর্ভুক্ত, ওই অঞ্চলের অফিস থেকেই লাইসেন্স সংগ্রহ করতে হবে।

ট্রেড লাইসেন্স করতে কত টাকা ও কত দিন লাগে

লাইসেন্স ফি ব্যবসার ধরনের ওপর নির্ভর করে কমবেশি হতে পারে। এই ফি সংশ্লিষ্ট অফিসে রসিদের মাধ্যমে জমা দিতে হবে। লাইসেন্স ফি সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত হতে পারে। একটি লাইসেন্স পেতে তিন থেকে সাত দিন সময় লাগতে পারে।

প্রয়োজনীয় তথ্যঃ

ট্রেড লাইসেন্সের আবেদন করলে প্রথমে প্রতিষ্ঠানের একটি নাম প্রস্তাব করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তখন দেখেন ওই নাম কাউকে বরাদ্দ দেয়া হয়েছে কিনা? বরাদ্দ দেয়া না হয়ে থাকলে ওই নামে লাইসেন্স দেয়া হয়। ট্রেড লাইসেন্স আবেদন ফরমে দেয়া তথ্যগুলো প্রদান করতে হয়।

 ট্রেড লাইসেন্স করতে যদি আপনার অনেক ঝামেলার মনে হয় তবে এই দায়িত্ব দিতে পারেন আমাদের। ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম ট্রেড লাইসেন্স সহজেই করে দিবে। আপনি শুধু প্রয়োজনীয় ডকুমেন্ট আমাদের প্রদান করবেন।

কিভাবে আমাদের সেবা গ্রহণ করবেন

আমাদের সেবা গ্রহণ করতে হলে প্রথমত আপনাকে আপনার উদ্দেশ্য সম্পর্কে জানাতে হবে। আপনার থেকে আপনার উদ্দেশ্য জানার পর আমাদের টিম প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার থেকে নেয়ার পরেই কাজ শুরু করে দিবে। কি কি ডকুমেন্টস এবং কি ধরনের ফি প্রয়োজন হবে আমাদের টিম আপনাকে আগেই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিবে।

কাজ কতদিনে সম্পূর্ণ করা হবে

বিষয়টি নির্ভর করে কি ধরনের কাজ আপনি করাতে চাইছেন, তবে আমরা আপনাকে এতটুকু নিশ্চিত করতে পারি সর্বনিম্ন সময়ে কাজ সম্পূর্ণ করার সকল মাধ্যম আমরা ব্যবহার করে থাকি, তাই নির্দিষ্ট সময়ে আপনি আপনার কাঙ্খিত ডকুমেন্টস হাতে পেয়ে যাবেন নিশ্চিন্তে।

আপনাদের কাজের পেমেন্ট পরিশোধ করবো কিভাবে

আমাদেরকে আপনি ঘরে বসেই কাজের পেমেন্ট প্রদান করতে পারবেন। মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।

Leave a Reply

আমাদের এক্সপার্টদের কাছ থেকে সেবা গ্রহণ করুন, জেনে নিন আপনার সকল প্রশ্নের উত্তর।

see our gallery

ট্রেড লাইসেন্সের জন্য অভিজ্ঞ কন্সাল্টেন্ট খুজছেন ?