- January 22, 2016
- Posted by: HR Raju
- Category: ট্রেডমার্ক
ট্রেডমার্ক বা ব্যবসা স্বত্ত্ব হল একটি প্রতীক যা দ্বারা একটি উৎস থেকে আগত পণ্য বা সেবা থেকে অন্য উৎসের পণ্য বা সেবাকে আলাদা এবং পৃথক করা যায়।
একজন ব্যক্তি, প্রতিষ্ঠান বা যেকোন আইন সিদ্ধ সত্ত্বাই ট্রেডমার্কের স্বত্বাধিকারী হতে পারে। সাধারণত ট্রেডমার্ক পণ্যের মোড়কের গায়ে, চালানপত্রে অথবা পণ্যের রসিদে অঙ্কিত থাকে।
এছাড়া স্বত্বাধিকারীর ব্যবসায়িক স্থাপনায়ও এই প্রতীক প্রদর্শিত হয়ে থাকে। স্বতন্ত্র পণ্যের মালিকানা স্বত্ব দাবি করার জন্য সাধারণত ট্রেডমার্ক ব্যবহার করা হয়। সত্ত্বধিকারী ব্যতীত অন্য কেউ কোন পণ্যের ট্রেডমার্ক নিয়ে ব্যবসা করলে বা বিজ্ঞাপন দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ এবং পরবর্তীতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়।
ট্রেডমার্কের স্বত্বাধিকারী হওয়া ছাড়াও এটি লাইসেন্সের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। সচরাচর বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠানসমূহ ট্রেডমার্কের লাইসেন্স করার মাধ্যমে ব্যবসা পরিচালনা ও বিপণন করে থাকে। ট্রেডমার্কের অবৈধ ব্যবহার করে নকল পণ্য বা সেবা দেওয়ার চেষ্টা করলে তাকে ব্রান্ড পাইরেসি বলা হয়।
ব্রান্ড পাইরেসির শিকার হলে ট্রেডমার্কের স্বত্বাধিকারী আইনের আশ্রয় নিতে পারেন। অধিকাংশ দেশেই স্বত্ত্বধিকারীকে আইনি সহায়তা পেতে হলে ট্রেডমার্কের নিবন্ধন করিয়ে নিতে হয়।
তাই আপনি যদি আপনার সার্ভিস বা পণ্যের স্বকীয়তা ধরে রাখতে চান এবং নকল থেকে নিজের পণ্য কে আলাদা রাখতে চান তবে আপনার ট্রেডমার্ক করা জরুই। যাতে আপনার চিহ্ন দেখে অন্য কোম্পানির প্রোডাক্ট থেকে নিজের প্রোডাক্টে আলাদা ভাবে উপস্থাপন করা যায়।
ফাস্ট কনসালটেন্সি থেকে আপনি ঘরে বসে সহজেই ট্রেড লাইসেন্স করিয়ে নিতে পারেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করতে পারেন।
কিভাবে আমাদের সেবা গ্রহণ করবেন
আমাদের সেবা গ্রহণ করতে হলে প্রথমত আপনাকে আপনার উদ্দেশ্য সম্পর্কে জানাতে হবে। আপনার থেকে আপনার উদ্দেশ্য জানার পর আমাদের টিম প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার থেকে নেয়ার পরেই কাজ শুরু করে দিবে। কি কি ডকুমেন্টস এবং কি ধরনের ফি প্রয়োজন হবে আমাদের টিম আপনাকে আগেই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিবে।
কাজ কতদিনে সম্পূর্ণ করা হবে
বিষয়টি নির্ভর করে কি ধরনের কাজ আপনি করাতে চাইছেন, তবে আমরা আপনাকে এতটুকু নিশ্চিত করতে পারি সর্বনিম্ন সময়ে কাজ সম্পূর্ণ করার সকল মাধ্যম আমরা ব্যবহার করে থাকি, তাই নির্দিষ্ট সময়ে আপনি আপনার কাঙ্খিত ডকুমেন্টস হাতে পেয়ে যাবেন নিশ্চিন্তে।
আপনাদের কাজের পেমেন্ট পরিশোধ করবো কিভাবে
আমাদেরকে আপনি ঘরে বসেই কাজের পেমেন্ট প্রদান করতে পারবেন। মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
Leave a Reply
You must be logged in to post a comment.