Deprecated: Optional parameter $blank declared before required parameter $slider is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/plugins/revslider/admin/includes/plugin-update.class.php on line 2805

Deprecated: Optional parameter $item_count declared before required parameter $access_token is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/plugins/revslider/includes/external-sources.class.php on line 68

Deprecated: Optional parameter $item_count declared before required parameter $access_token is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/plugins/revslider/includes/external-sources.class.php on line 85

Deprecated: Optional parameter $item_count declared before required parameter $current_photoset is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/plugins/revslider/includes/external-sources.class.php on line 1363

Deprecated: Optional parameter $range declared before required parameter $point_color is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/themes/consulting/inc/stock-indexes/stock-indexes.php on line 38

Deprecated: Optional parameter $interval declared before required parameter $point_color is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/themes/consulting/inc/stock-indexes/stock-indexes.php on line 38

Deprecated: Optional parameter $field_data declared before required parameter $section is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/themes/consulting/inc/customizer/customizer.class.php on line 272

Deprecated: Optional parameter $text declared before required parameter $len is implicitly treated as a required parameter in /home/crjullnn/fastgovt.com/wp-content/themes/consulting/inc/extras.php on line 412
ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স করতে যা প্রয়োজন হয়ে থাকে। – Fast Consultancy

ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স করতে যা প্রয়োজন হয়ে থাকে।

আমদানি রপ্তানি একটি লাভজনক ব্যবসা। তাই ব্যবসাটি শুরু করতে হলে আমদানি আমদানি ও রপ্তানির লাইসেন্স করতে হবে। আমদানি লাইসেন্সকে বলা হয় ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) এবং রপ্তানি লাইসেন্সকে বলা হয় এক্সপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (ERC)। আজকে আমরা বলবো কিভাবে ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) করা যায়।

ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পেতে নিম্নলিখিত ধাপসমূহঃ

১. আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস থেকে আমদানি নিবন্ধন ফরম সংগ্রহ করুন।

২. আমদানি লাইসেন্স নিবন্ধনের জন্য নির্ধারিত হারে নিবন্ধন ফি জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের শাখায় সিডিউল ফি জমা দিন।

৩. নির্ধারিত ফিস সহ আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম পূরণ পূর্বক আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস জমা দিন।

প্রয়োজনীয় কাগজপত্রসমূহঃ

প্রতিষ্ঠানের নাম ও ঠিকানায় হালনাগদকৃত ট্রেড লাইসেন্স

ই-টিনআইএন/আয়কর প্রত্যয়নপত্র

প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা সম্পর্কিত মনোনীত ব্যাংক কর্তৃক প্রত্যয়নপত্র বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট

স্বীকৃত চেম্বার/ব্যবসায় সংশ্লিষ্ট ট্রেড এসোসিয়েশনের হালনাগদকৃত সদস্যতা সনদ

আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ও সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি

বিশেষায়িত ব্যবসায়ভুক্ত আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স/অনুমতিপত্র (প্রযোজ্যক্ষেত্রে)

অংশীদারী ব্যবসায় হলে রেজিস্টার্ড অংশীদারী দলিল (আরজেএসসি/সাব-রেজিস্ট্রি অফিস হতে জারিকৃত)

লিমিটেড কোম্পনির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন, আর্টিক্যাল অব এসোসিয়েশন, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন

সাধারণভাবে ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) এর  জন্য উপরোল্লোখিত কাগজপত্রই যথেষ্ট। তবে শিল্প প্রতিষ্ঠান, যৌথ বিনিয়োগ/১০০% বিদেশী বিনিয়োগ, ইন্ডেন্টিং ফার্ম ও বিশেষ উদ্দেশ্যে বা বিশেষ পণ্য আমদানির ক্ষেত্রে আরও কিছু কাগজপত্র জমা দিতে হয়।

আমদানি লাইসেন্স নিবন্ধন ফি হারঃ

লাইসেন্স নিবন্ধন হার আমদানি এবং রপ্তানি মূল্যসীমার উপর নির্ধারিত হয়ে থাকে। তাই এই বিষয়ে আমাদের অভিজ্ঞ এক্সপার্টের সাথে কথা বলতে পারেন।

যে সেবা গুলো আমরা প্রদান করে থাকিঃ

  • ? নামের ছাড়পত্র,
  • ? নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন,
  • ? বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধন,
  • ? কোম্পানির বাৎসরিক রিটার্ন,
  • ? কোম্পানির শেয়ার হস্তান্তর,
  • ? সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট,
  • ? অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন,
  • ? ই-টিন রেজিষ্ট্রেশন,
  • ? ট্রেড লাইসেন্স, (এরিয়া গাজীপুর এন্ড ঢাকা)
  • ? ট্রেডমার্ক,
  • ? রেজিস্টার্ড,
  • ? এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স,
  • ? ভ্যাট,
  • ? ইনকাম ট্যাক্স,
  • ? ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচের বাটন টিতে ক্লিক করে।

Leave a Reply

আমাদের এক্সপার্টদের কাছ থেকে সেবা গ্রহণ করুন, জেনে নিন আপনার সকল প্রশ্নের উত্তর।

see our gallery