- April 30, 2021
- Posted by: HR Raju
- Category: উদ্যোক্তা, ব্যবসা
No Comments
ব্যবসায় সফল হওয়ার ১০টি প্রধান কৌশল
ব্যবসায় সফল হতে হলে প্রয়োজন অভিজ্ঞতা এবং এবং কৌশল, ফাস্ট কনসালটেন্সি আজকে প্রথম পর্বে ব্যবসায় সফল হওয়ার ৫ টি গুরুত্বপুর্ন দিক নিয়ে আলোচনা করবে। আশা করি পয়েন্ট গুলো জেনে রাখলে ব্যবসা শুরু করতে আপনার সহায়তা হবে।
১ পছন্দের ব্যবসা
যে ব্যবসাটি করবেন সে ব্যবসা টি যেন আপনার পছন্দ হয়, নাহয় দিন শেষে একগুয়েমি চলে আসবে ধিরে ধিরে। যদি পছন্দের ব্যবসা হয় তবে ব্যবসার প্রতি ভালবাসা থাকবে। তাই যে ব্যবসাই করুন না কেন ব্যবসাটি জেন আপনার পছন্দের হয়।
২ মূলধন ঠিক করুন
বেশিরভাগ ব্যবসার যে সমস্যা তা হল মূলধন কে ঠিকভাবে কাজে না লাগাতে পারা। আবার অনেকে ব্যবসা পরিচানার মাঝখানেই মূলধনের অভাবে পড়ে ব্যবসা বন্ধ করতে বাধ্য হন। তাই ব্যবসা শুরুর আগেই আপনকে মূলধন ঠিক করে নিতে হবে যাতে সঠিক এবং সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা করা যায়।
৩ গুনমান নিশ্চিতকরন
ব্যবসার মুল বিষয় হল আপনার ব্যবসার উপাদান বা পন্য যেন কোয়ালিটি সম্পন্ন হয়, এতে গ্রাহক সন্তুষ্টি বাড়লে আপনার ব্যবসাও বেড়ে যাবে নিঃসন্দেহে।
৪ অভিজ্ঞদের কাছে ব্যবসায়িক পরামর্শ নেয়া
অভিজ্ঞ যারা তাদের থেকে অবশ্যই বিভিন্ন বিষয়ে পরামর্ষ গ্রহন করুন, কারন অনেক অর্থ এবং সময় ব্যয় করার পরেই মুলত অভিজ্ঞতা অর্জন করা যায়। ব্যবসায় অভিজ্ঞ কারো পরামর্শ নিলে ব্যবসায় নিশ্চিন্ত থেকে এগিয়ে যাওয়া যায়।
৫ গ্রাহককে গুরুত্ব দেয়া
আপনার গ্রাহক আপনার ব্যবসার মুল ভিত্তি, কাস্টমার থাকলে আপনার ব্যবসা চলবে। তাই কাস্টমারের মন্তব্য, পরামর্শ কে গুরুত্ব দিন। কারন তার দৃষ্টি আপনার ব্যবসার পণ্য বা সার্ভিস কে আরো শক্তিসালি করবে।
ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম থেকে যে সার্ভিস গুলো নিতে পারেনঃ
- কোম্পানি প্রোফাইল
- নামের ছাড়পত্র
- নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন
- বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধন
- কোম্পানির বাৎসরিক রিটার্ন
- কোম্পানির শেয়ার হস্তান্তর
- সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট
- অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন
- ই-টিন রেজিষ্ট্রেশন
- ট্রেড লাইসেন্স, (এরিয়া গাজীপুর এন্ড ঢাকা)
- ট্রেডমার্ক
- রেজিস্টার্ড
- এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স
- ভ্যাট
- ইনকাম ট্যাক্স
- কোম্পানি প্রোফাইল
- ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।
আমাদের সাথে যোগাযোগ করার উপায়ঃ
মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ
01855-888829
ইমেইলঃ Consultancyfast@gmail.com
ওয়েবসাইটঃ fastgovt.com
আমাদের অফিসের ঠিকানা,
ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড,
চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।
গুগোল ম্যাপে আমাদের ঠিকানাঃ
Leave a Reply
You must be logged in to post a comment.