- May 16, 2021
- Posted by: HR Raju
- Category: আমদানি রপ্তানি, উদ্যোক্তা, ব্যবসা
No Comments
এক্সপোর্ট – ইম্পোর্ট লাইসেন্স নিয়েই শুরু করতে পারেন আন্তর্জাতিক ব্যবসা।
কোন প্রকার ঝামেলা ছাড়াই লাইসেন্স পেতে চাইলে ফাস্ট কনসালটেন্সি হতে পারে আপনার সহযোগী।
ফল থেকে শুরু করে খেজুর, ইলেকট্রনিক্স পন্য কিংবা জাহাজ ভর্তি করে ক্লিঙ্কার কিংবা খেলনা থেকে শুরু করে বিভিন্ন পণ্যের কাচামাল; সকল ব্যবসার মাধ্যম কিন্তু ইম্পোর্ট করে আনা।
আবার দেশের বৈদেশিক মুদ্রা আয় হওয়ার পথ বলতেই, পাট, তৈরি পোশাক, মাছ থেকে শুরু কুটির শিল্পের পণ্য রপ্তানি করেও ব্যবসা শুরু করা যেতে পারেন।
এছাড়া যারা আমদানি রপ্তানি করতে চায় কিন্তু লাইসেন্স নেই তাদেরকেও দিতে পারেন আপনার লাইসেন্স প্রাপ্ত সুবিধা।
এত বড় একটি ব্যবসার সেক্টরে নিজেকে সম্পৃক্ত করতে আপনার শুধু প্রয়োজন;
আমদানি – রপ্তানি লাইসেন্স।
এটা কঠিন কোন কিছু নয়, ফাস্ট কনসালটেন্সি খুব সহজেই আপনার ইম্পোর্ট অথবা আমদানি লাইসেন্স প্রাপ্তিতে পুর্ন সহায়তা করতে পারে।
কেন ফাস্ট কনসালটেন্সি তে ?
কারন আমাদের আছে আমদানি – রপ্তানি লাইসেন্স প্রাপ্তিতে দীর্ঘ অভিজ্ঞতা। সহজে তবে পুর্ন নিয়ম মেনে লাইসেন্স প্রাপ্তিতে নিশ্চিন্তে আমাদের থেকে সেবা গ্রহন করতে পারেন।
ঘরে বসেই পেয়ে যান আপনার কাঙ্খিত ইম্পোর্ট কিংবা এক্সপোর্ট লাইসেন্স।
Leave a Reply
You must be logged in to post a comment.