- January 24, 2021
- Posted by: HR Raju
- Category: ভ্যাট
No Comments
ভ্যাট (VAT) হল এক প্রকারের সরকার কর্তৃক নির্ধারিত কর, যা ভোক্তাকে সরাসরি প্রদান করতে হয় না। এটি সাধারণত পণ্যের সরবরাহের পুর্বেই এর মূল্যের উপর নির্ধারণ করে দেয়া থাকে যা কোন পণ্য বা সেবার ক্রয়মূল্যের সাথে অন্তর্ভুক্ত থাকে।
ভ্যাট(VAT) রেজিস্ট্রেশন কোথায় করবেন
জাতীয় রাজস্ব বোর্ড (National board of Revenue: NBR):
ঠিকানাঃ সেগুনবাগিচা, ঢাকা ।
ভ্যাট রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি?
টিন (TIN) সার্টিফিকেট-এর ফটোকপি
ট্রেড লাইসেন্স (Trade License)-এর ফটোকপি
মেমোরেন্ডাম অব আর্টিকেলস-এর কপি
জাতীয় পরিচয় (National ID)পত্র অথবা পাসপোর্টের ফটোকপি
ব্যাংক সচ্ছলতা সনদ (মূল কপি)
অফিসের চুক্তিপত্র
বি ও আই রেজিস্ট্রেশনের ফটোকপি
ইম্পোর্ট/ এক্সপোর্ট রেজিস্ট্রেশন সনদ
আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট দুই কপি ছবি /কোম্পানির ক্ষেএে
ম্যানেজিং ডিরেক্টরের তিন কপি ছবি / ব্যাক্তি মালিকানার ক্ষেএে মালিকের তিন কপি ছবি
বিঃদ্রঃ ছবি ও সকল ফটোকপি প্রথমশ্রেনীর গেজেটেড অফিসার দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে।
ভ্যাট(VAT) রেজিস্ট্রেশন করার ধাপসমুহ নিম্নরুপঃ
আবেদনকারিকে অনলাইন হতে বা জোনাল এনবিআর অফিস হতে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে;
উপরোক্ত কাগজপত্রসহ পুরনকৃত আবেদনপত্র এনবিআর পরিদপ্তের জমা দিতে হবে;এনবিআর কর্তৃক কাগজপত্র যাচাই-বাচাই করা হবে;
এনবিআর কর্মকর্তা কর্তৃক পরিদর্শন ;
অতঃপর আবেদনকারী ভ্যাট রেজিস্ট্রেশন সংগ্রহ করতে পারবেন।
এছাড়া সহজেই আপনার অফিসে বসেই করে ফেলুন ভ্যাট রেজিস্ত্রেসন কোন প্রকার ঝামেলা ছাড়াই । ভ্যাট রেজিস্ট্রেশন ছাড়াও আমরা যে সেবা গুলো প্রদান করে থাকিঃ
নামের ছাড়পত্র,
নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন,
বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধন,
কোম্পানির বাৎসরিক রিটার্ন,
কোম্পানির শেয়ার হস্তান্তর,
সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট,
অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন,
ই-টিন রেজিষ্ট্রেশন,
ট্রেড লাইসেন্স, (এরিয়া গাজীপুর এন্ড ঢাকা)
ট্রেডমার্ক,
রেজিস্টার্ড,
এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স,
ভ্যাট,
ইনকাম ট্যাক্স,
ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।
আমাদের সাথে আপনি একাধিক উপায়ে যোগাযোগ করতে পারবেন।
মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ
01855-888829
ইমেইলঃ Consultancyfast@gmail.com
এছাড়া চলে আসতে পারেন আমাদের অফিসেঃ
আমাদের অফিসের ঠিকানা,
ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড, চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।
গুগোল ম্যাপে আমাদের ঠিকানাঃ https://g.page/Fastcons
Leave a Reply
You must be logged in to post a comment.