- January 24, 2021
- Posted by: HR Raju
- Category: কোম্পানি নিবন্ধন, লিমিটেড কোম্পানি
No Comments
মাত্র তিনটি ধাপেই করা যায় এখন কোম্পানি নিবন্ধন।
একসময় কোম্পানি গঠন করা হিসেবে সহজেই বাংলাদেশে ব্যবসা করার সুযোগ তেমন ছিল না। তবে এখন বিষয়টা একদম সহজ করেছেন বাংলাদেশ সরকার।
তবে এখন খুব সহজেই অনলাইনে কোম্পানি রেজিস্ট্রেশন করা যায় মাত্র তিন ধাপে,
এবং সুযোগ হিসেবে দশ লাখ টাকা পর্যন্ত অথরাইজ ক্যাপিটাল হলে রেজিস্ট্রেশন ফি একদম ফ্রি বা শূন্য। স্ট্যাম্প ফি, ফাইলিং ফি এবং সার্টিফিকেট ফি সহ অন্যান্য ফি দেখে নিতে পারেন RJSC এর ওয়েবসাইট থেকে।
যে তিনটি সহজ ধাপে রেজিস্ট্রেশন করতে পারবেনঃ
১. নামের ছাড়পত্র: এটি অনেকটাই একটা নির্দিষ্ট নাম নিজের করে ভেরিফাই করে রাখার মত।, একই নামে কখনো একাধিক কোম্পানি হবে না, ফলে আপনি নিজের আপনার নিজের পছন্দের নাম টি রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। যাতে এই নামটি অন্য কেউ আর নিতে না আরে।
২. ডকুমেন্টেশন ও নিয়মানুযায়ী জমা দেয়া : আপনাকে কোম্পানি নিবন্ধনের জন্যে RJSC ফরমেটে MoA এবং AoA তৈরি করতে হবে, যেখানে শেয়ারের পরিমাণ, অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ সহ সব বিষয় উল্লেখ থাকবে। এক্ষেত্রে আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন এই ধরনের কাজে তবে নিজেই করতে পারেন অথবা কোন কনসালটেন্সি ফার্মের সহায়তা নিতে পারেন।
এই ধরনের কাজের আপনাকে সহযোগিতা করতে পারবে।
**এর পর নির্ধারিত সকল ফি জমা দিয়ে RJSC তে আপনার ফাইল সাবমিট করবেন।
৩. সার্টিফিকেট: সব ঠিকঠাক থাকলে ১-৪০ দিনের মধ্যে রেজিস্টার আপনাকে ডিজিটাল সার্টিফিকেট পাঠিয়ে দিবে।
মাত্র তিনটি ধাপেই হয়ে গেল আপনার কোম্পানি নিবন্ধন।
Leave a Reply
You must be logged in to post a comment.