বিশিষ্ট ব্যবসায়ী এন্ড্রু কানের্গি
- May 25, 2020
- Posted by: HR Raju
- Category: ব্যবসা
No Comments
কার্নেগীর বয়স তখন সবেমাত্র ১৩ বছর। পোশাক-আশাক ছিল একেবারেই সাধারন। একে তো নোংরা তার উপর বিভিন্ন জায়গায় ছিল ছেড়া। এই অবস্থাতেই একদিন খেলার জন্য একটি পাবলিক পার্কে ঢুকতে যাচ্ছিলেন। এমন সময় পার্কের দারোয়ান তাকে পার্কে প্রবেশ করতে দেননি।
তখন বালক কার্নেগী দারোয়ানকে বলে যে, সে এই পার্ক কিনেই পার্কের ভেতরে ঢুকবে। পরে ঠিকই তিনি ওই পার্ক কিনেই পার্কের ভেতরে ঢোকেন। পার্কটি কেনার পর সেখানে একটি সাইনবোর্ড টানিয়ে দেন যাতে লেখা ছিল, “আজ থেকে দিনে বা রাতে যে কোন সময়ে যে কোন মানুষ যে কোন পোশাকে এই পার্কে প্রবেশ করতে পারবে।”
জি, সত্যিই তিনি এটা করে দেখিয়েছিলেন। জন্ম স্কটল্যান্ড।
জন্ম ১৮৩৫, মৃত্যু ১৯১৯।
টেলি বিভাগের ম্যানেজার হওয়ার পর চাকরির পাশাপাশি তিনি রেলগাড়ি ও খনির তেলের ব্যবসা শুরু করেন। খুব অল্পদিনের মধ্যেই এই ব্যবসা থেকে অনেক টাকা লাভ হতে থাকে।
লাভের টাকা আরও নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে থাকেন কার্নেগী। সব ব্যবসাতেই তিনি একের পর এক সফল হতে থাকেন। এভাবে একে একে সাতটি বড় বড় লোহার কারখানা কিনে ফেলেন কার্নেগী এবং নিজস্ব তত্ত্বাবধানে সেগুলো চালাতে থাকেন।
কার্নেগীর বয়স তখনও ৩৫ এর কোটায় পৌঁছেনি, এই সময়েই কার্নেগী বিশ্বের নামকরা লোহা ব্যবসায়ী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তিনি তার সময়ে আমেরিকার সবচেয়ে বড় স্টিল কোম্পানির মালিক ছিলেন। একসময় ৩৪জন ক্রোড়পতি তার সংস্থায় কাজ করতেন।
এখনো তার কোম্পানি চলছে, আপনি কি জানেন তার কোম্পানির এখন বার্ষিক সম্পত্তির পরিমান কত ??
৩০৯ বিলিয়ন ডলার।
Leave a Reply
You must be logged in to post a comment.