- January 24, 2021
- Posted by: HR Raju
- Category: ট্রেড লাইসেন্স, ব্যবসা
No Comments
ট্রেড লাইসেন্স করতে ব্যবসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট
সাধারণ ব্যবসার ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রেঃ
দোকান ভাড়ার চুক্তি পত্রের সত্যায়িত ফটোকপি, নিজের দোকান হলে ইউটিলিটি বিল এবং হালনাগাদ হোল্ডিং ট্যাক্স পরিশোদের এর ফটোকপি। আবেদনকারীর ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি। ব্যবসা যদি যৌথভাবে পরিচালিত হয় তাহলে ১৫০/৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে পার্টনার শিপের অঙ্গীকারনামা/শর্তাবলী জমা দিতে হবে।
ফ্যাক্টরী/কারখানার ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রেঃ
পরিবেশের ছাড়পত্রের কপি। প্রস্তাবিত ফ্যাক্টরি/কারখানার পাশ্ববর্তী অবস্থান/স্থাপনার বিবরণসহ নকশা/লোকেশন ম্যাপ। প্রস্তাবিত ফ্যাক্টরি/কারখানার পাশ্ববর্তী অবস্থান/স্থাপনার মালিকের অনাপত্তিনামা। ফায়ার সার্ভিস এর ছাড়পত্র। ঢাকাসিটিকর্পোরেশন এর নিয়ম – কানুন মেনে চলার অঙ্গিকারনামা ১৫০/৩০০ টাকারজুডিশিয়ার স্ট্যাম্প এ স্বাক্ষরিত।
সি.এন.জি ষ্টেশন/দাহ্য পদার্থ ব্যবসার ক্ষেত্রে
বিস্ফোরক অধিদপ্তর/ ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র/ অনুমতিপত্র।
ক্লিনিক/প্রাইভেটহাসপাতাল এর ক্ষেত্রেঃ
ডিরেক্টর জেনারেল – স্বাস্থ্য, কর্তৃক অনুমতিপত্র।
লিমিটেড কোম্পানির ক্ষেত্রেঃ
কোম্পানির মেমোরেন্ডাম অব আর্টিকেল। সার্টিফিকেট অব ইনকর্পোরেশন।
প্রিন্টিং প্রেস এবং আবাসিক হোটেল এর ক্ষেত্রেঃ
ডেপুটি কমিশনার, কর্তৃক অনুমতিপত্র।
রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রেঃ
মানবসম্পদ রপ্তানী বুর্যো কর্তৃক প্রদত্ত লাইসেন্স।
অস্ত্র ও গোলাবারুদ এর ক্ষেত্রেঃ
অস্ত্রের লাইসেন্স।
ঔষধ ও মাদকদ্রব্যের ক্ষেত্রেঃ
ড্রাগ লাইসেন্স এর কপি।
ট্রাভেলিং এজেন্সির ক্ষেত্রেঃ
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি।
ট্রেড লাইসেন্স সহ কম্পানির সকল প্রকার ডকুমেন্ট এবং লিগাল কাগজপত্রের জন্য, বৈধ ভাবে ব্যবসা পরিচালনা করার জন্য আমাদের সহযোগিতা গ্রহন করতে পারেন।
আমরা যে ধরনের সেবা গুলো প্রদান করে থাকিঃ
নামের ছাড়পত্র,
নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন,
বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধন,
কোম্পানির বাৎসরিক রিটার্ন,
কোম্পানির শেয়ার হস্তান্তর,
সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট,
অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন,
ই-টিন রেজিষ্ট্রেশন,
ট্রেড লাইসেন্স, (এরিয়া গাজীপুর এন্ড ঢাকা)
ট্রেডমার্ক,
রেজিস্টার্ড,
এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স,
ভ্যাট,
ইনকাম ট্যাক্স,
ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।
আমাদের সাথে আপনি একাধিক উপায়ে যোগাযোগ করতে পারবেন।
মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ
01855-888829
ইমেইলঃ Consultancyfast@gmail.com
এছাড়া চলে আসতে পারেন আমাদের অফিসেঃ
আমাদের অফিসের ঠিকানা,
ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড, চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।
গুগোল ম্যাপে আমাদের ঠিকানাঃ https://g.page/Fastcons
Leave a Reply
You must be logged in to post a comment.