- May 16, 2021
- Posted by: HR Raju
- Category: কোম্পানি নিবন্ধন, ব্যবসা, লিমিটেড কোম্পানি
No Comments
কোম্পানি নিবন্ধন এখন সহজেই, সঠিক নিয়ম অনুযায়ী সকল সুবিধা নিয়ে।
কোম্পানি নিবন্ধনের সকল সুবিধা নিতে এখন আপনার হাতের কাছেই আছে ফাস্ট কনসালটেন্সি। আপনার হয়ে আমরা দিচ্ছি আপনার কোম্পানি নিবন্ধনের সকল সেবা। চাইলেই হতে পারবেন একজন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কিংবা চেয়ারম্যান। সেই সাথে তো থাকছেই কোম্পানি প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সকল সুবিধা।
ইনভেস্টর পার্টনার থেকে শুরু করে ব্যবসা বাড়িয়ে নিতে প্রয়োজন কোম্পানি নিবন্ধন। কোম্পানি নিবন্ধন বলতে লিমিটেড কোম্পানিকেই বোঝায়। অনেকে মিলে কোম্পানি করলে সরকারী স্বীকৃতি স্বরূপ লিমিটেড কোম্পানি লাইসেন্স খুব গুরুত্বপুর্ন। এছাড়া বিভিন্ন কার্যক্রম সচ্ছতা এবং ব্যাংকিং সেবা থেকে শুরু করে ব্যবসা অগ্রসর করে নিতে কোম্পানি লাইসেন্সের গুরুত্ব কেমন সবাই কম বেশি জানেন।
কেন ফাস্ট কনসালটেন্সি থেকে কোম্পানি নিবন্ধন করবো ?
ফাস্ট কনসালটেন্সি থেকে এই জন্যই আপনার কোম্পানি নিবন্ধন করবেন কারন ফাস্ট কনসালটেন্সি আপনাকে দিচ্ছে অফিসে বা বাসায় বসে থেকে কোম্পানি বা লিমিটেড লাইসেন্স করার সুবিধা, এছাড়া কম সময়ে, বিভিন্ন প্রকার প্রয়োজনীয় সাজেশন এডভাইস দিয়ে থাকে ফাস্ট কনসালটেন্সি।
সঠিক সময়ে, সঠিক নিয়মে কোম্পানি বা লিমিটেড লাইসেন্স করতে চাইলে ফাস্ট কনসালটেন্সি হতে পারে আপনার প্রথম পছন্দ।
বিদেশি ফরেইন কোম্পানির লাইসেন্স করতে বিশেষ সেবা প্রদান করা হয়ে থাকে। ফাস্ট কনসালটেন্সি লিমিটেড কোম্পানি ছাড়াও, এক্সপোর্ট – ইম্পোর্ট লাইসেন্স, কোম্পানির নামের ছাড়পত্র, ট্রেডমার্ক, ট্রেডলাইসেন্স সহ আপনার কোম্পানির প্রয়োজনীয় সকল ধরনের লিগ্যাল ডকুমেন্ট, লাইসেন্স প্রাপ্তিতে পুর্ন সহায়তা প্রদান করে থাকে।
আপনার প্রয়োজনীয় সকল তথ্য জেনে নিতে পারেন আমাদের সরাসরি কল করার মাধ্যমেঃ 01855 88 88 29 নাম্বারে।
আমাদের অফিসের ঠিকানাঃ
ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড,
চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।
সহজে, ঝামেলা ছাড়াই নিয়ম অনুযায়ী নিশ্চিন্তে কাজ করতে পারেন ফাস্ট কনসালটেন্সির সাথে।
Leave a Reply
You must be logged in to post a comment.