- January 24, 2021
- Posted by: HR Raju
- Category: লিমিটেড কোম্পানি
No Comments
পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি এর মধ্যে পার্থক্য।
প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য কিছু বিষয়ের উপরে নির্ভর করে থাকে।
নিচে বিষয়গুলো তুলে ধরা হল।
আপনার কোম্পানি নিবন্ধন থেকে শুরু করে ব্যবসায়িক সকল লিগ্যাল ডকুমেন্টস প্রাপ্তির সহায়তা নিন ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম থেকে।
শেয়ারহোল্ডার সংখ্যাঃ
প্রাইভেট লিমিটেড কোম্পানীতে শেয়ারহোল্ডার সংখ্যা নূন্যতম সংখ্যা ২জন এবং সর্বোচ্চ সংখ্যা ৫০ জন
পাবলিক লিমিটেডে কোম্পানীতে নূন্যতম শেয়ারহোল্ডারের সংখ্যা ৭ জন, এবং সর্বোচ্চ সংখ্যা নির্দিষ্ট নয়।
পরিচালক সংখ্যাঃ
প্রাইভেট লিমিটেড কোম্পানীতে নূন্যতম পরিচালক সংখ্যা ২ জন।
পাবলিক লিমিটেডে কোম্পানীতে নূন্যতম পরিচালক সংখ্যা ৩ জন।
কোম্পানী কার্যক্রমঃ
প্রাইভেট লিমিটেড কোম্পানীতে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন থাকলেই কোম্পানী তার কার্যক্রম শুরু করতে পারে
পাবলিক লিমিটেডে কোম্পানীতে সার্টিফিকেট অব কমেন্সমেন্ট অব বিজনেজ প্রাপ্তির পরে কোম্পানী তার কার্যক্রম শুরু করতে পারে
শেয়ার হস্তান্তরঃ
প্রাইভেট লিমিটেড কোম্পানীতে শেয়ার হস্তান্তর ও ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে।
পাবলিক লিমিটেডে কোম্পানীতে শেয়ার সহজেই হস্তান্তর করা যায়
বন্ড ও ডিবেঞ্চার বিক্রিঃ
প্রাইভেট লিমিটেড কোম্পানীতে অনুমতি নাই।
পাবলিক লিমিটেডে কোম্পানীতে অনুমতি আছে।
এই হল প্রাইভেট এবং পাবলিক কোম্পানির মধ্যে পার্থক্য।
ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম যে সার্ভিস গুলো প্রশংসা সহকারে দিয়ে আসছে,
কোম্পানি প্রোফাইল,
নামের ছাড়পত্র,
নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন,
বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধন,
কোম্পানির বাৎসরিক রিটার্ন,
কোম্পানির শেয়ার হস্তান্তর,
সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট,
অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন,
ই-টিন রেজিষ্ট্রেশন,
ট্রেড লাইসেন্স, (এরিয়া গাজীপুর এন্ড ঢাকা)
ট্রেডমার্ক,
রেজিস্টার্ড,
এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স,
ভ্যাট,
ইনকাম ট্যাক্স,
কোম্পানি প্রোফাইল,
ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।
আমাদের সাথে যোগাযোগ করার উপায়ঃ
মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ
01855-888829
ইমেইলঃ Consultancyfast@gmail.com
আমাদের অফিসের ঠিকানা,
ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড,
চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।
Leave a Reply
You must be logged in to post a comment.