কর্পোরেশন কী, কেন কর্পোরেশন তৈরি করা হয় ⁉
- March 25, 2020
- Posted by: HR Raju
- Category: কর্পোরেশন
কর্পোরেশন কী, কেন কর্পোরেশন তৈরি করা হয়
কর্পোরেশন একটি সংস্থা বা সাধারণত কোন বড় ব্যবসা প্রতিষ্ঠানকে বুঝায়, যার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে।
আইন অনুযায়ী কর্পোরেশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যার সাথে এর মালিকেরা সরাসরি যুক্ত থাকে না। ফলে কর্পোরেশনের যে কোন কাজ বা দায়-দেনার জন্য কর্পোরেশন নিজেই দায়ী, মালিকেরা দায়ী হয় না।
কোন কর্পোরেশন ব্যবসায় ক্ষতির সম্মুখীন হল। পাওনাদারেরা কর্পোরেশনের সম্পদের উপর কেস করতে পারবে, মালিকদের ব্যক্তিগত সম্পদের উপর করতে পারবে না। একে বলা হয় লিমিটেড লায়াবিলিটি(Limited Liability)। যা কর্পোরেশনের একটি প্রধান এবং মুল সুবিধা।
করিম সুপার স্টোর কিংবা করিম গার্মেন্টস ফ্যাক্টরি, এটি করিমের একটি ব্যক্তিগত ব্যবসা। অপরদিকে করিম ও অপর দশজন মিলে একটি কর্পোরেশন শুরু করে।
অগ্নি দুর্ঘটনার কারনে তাদের কর্পোরেশন ক্ষতির সম্মুখীন হয়। ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। কর্পোরেশনের পাওনাদারেরা কর্পোরেশনের সম্পদের উপর পাঁচ কোটি টাকার কেস করে। কিন্তু দেখা গেল সম্পদ আছে তিন কোটি টাকার। পাওনাদাররা এই তিন কোটি টাকার দাবি করতে পারে কিন্তু করিমের সুপার স্টোর কিংবা করিম গার্মেন্টস ফ্যাক্টরি এবং কর্পোরেশনের অপর ব্যক্তিদের বেক্তিগত সম্পদ দাবি করতে পারবে না।
এটাই হচ্ছে কর্পোরেশনের মুল সুবিধা এবং সমস্যা, তবে কোম্পানির সার্থে কোম্পানির জন্য এটা খুব সুবিধা জনক একটি পদ্ধতি।
Leave a Reply
You must be logged in to post a comment.