- July 29, 2021
- Posted by: HR Raju
- Category: উদ্যোক্তা, বিনিয়োগ, ব্যবসা, মার্কেটিং
No Comments
ব্যবসার মার্কেটিং বা প্রচারনা কিভাবে করবেন।:
বিজনেস শুরু করলে সেটার সাথে প্রচার সম্পর্কিত থাকে, আর প্রচার বলতে আপনার ব্যবসার ধরন অনুসারে তা প্রচার করলে বিনিয়োগকারি থেকে শুরু করে কাস্টমার ও জানতে পারবে, এতে দুই দিক দিয়েই লাভবান হতে পারবেন।
এসি রুমে বসে, প্রচার বিমুখ হলে ব্যবসা বাড়বে না। ফাস্ট কনসালটেন্সি ২৩ টি আইডিয়া দিচ্ছে যার মাধ্যমে আপনি চাইলে ব্যবসার প্রচার শুরু করতে পাদিয়া
ব্যবসার প্রচারের ২৩ টি আইডিয়াঃ
১. আপনার প্রতিষ্ঠানে সামনে সাইনবোর্ড ব্যানার লাগান, লাইটিং হলে বেশি ভাল হয়।
২. ন্যাভিগেশন সিস্টেম এমন ভাবে করুন যাতে সহজেই মানুষ চিনতে পারে।
৩. সিজনাল ব্যবসা হলে সিজন শুরু হওয়ার ১৫ দিন আগে থেকে ব্যানার বা পোস্টারিং করতে পারেন।
৪. এলাকাভিত্তিক হলে লোকাল টিভি তে এড দিতে পারেন।
৫. ব্যবসার শক্তির উপস্থিতি জানাতে বিলবোর্ডে এড দিন।
৬. জরুরী হলে আপনার এলাকায় পত্রিকার হকারদের সাথে কন্টাক্ট করুন তারা কাগজের সাথে একটা করে ছোট বিজ্ঞাপন দিয়ে দেবে।
৭. আরো জরুরী প্রচার প্রয়োজন হলে সংক্ষেপে ছোট ছোট বাক্যে মাইকিং করুন।
৮. ভিজিটিং কার্ড করুন। নিজের নামে, অফিসের নামে এবং সার্ভিসের নামে আলাদা আলাদা।
৯. অফিসের নামে খাম বানান। কোথাও চিঠি ডকুমেন্ট পাঠালে উপরে নামটা থাকলে তা প্রচার পাবে।
১০. ক্যালেন্ডার ছাপুন। এক বছরের জন্য ঘরে ঘরে বিজ্ঞাপন চলে গেল।
১১. বিজ্ঞাপনসহ মগ দিন, পানি খেতে গেলে চোখে পড়বে।
১২. ফেইসবুকে এড দিন, নতুন প্রজন্ম আকৃষ্ট হবে।
১৩. বিভিন্ন ওয়েবসাইটে এড দিন, যারা নেট ব্যবহার করে তারা দেখতে পাবে।
১৪. নতুন কোনো অফার এলে পত্রিকায় বিজ্ঞাপন দিন, লোকে জানবে।
১৫. ম্যাগাজিন রঙীন বিজ্ঞাপন দিন, সমঝদার পাঠকের চোখে পড়বে।
১৬. বিভিন্ন স্থানে সরাসরি গিয়ে পন্যের কথা বলতে প্রতিনিধি নিয়োগ করতে পারেন।
১৭. স্থানীয় সন্মানি ব্যেক্তিবর্গদের সন্মানের সহিত চিঠি লিখে আপনার ব্যবসার সম্পর্কে জানান এবং সহযোগিতা চান।
১৮. ইমেইল করুন, যদি আপনার কাছে গ্রাহকের ইমেইল থাকে।
১৯. এসএমএস পাঠান বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষের কাছে বিভিন্ন অকেশনে।
২০. ফেইসবুকে পেইজখুলুন, সেখানে প্রচার করুন।
২১. নিজের একটা ওয়েবসাইট খুলন বিস্তারিত তুলে ধরুন।
২২. সার্ভিস বা পন্যের ভিডিও ইউটিউবের মাধ্যমে তুলে ধরুন।
২৩. বিভিন্ন আনুষ্ঠানিক মেলায় অংশ নিন।
আমরা ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম, পার্টনার ব্যবসা শুরু করার জন্য কোম্পানি নিবন্ধন থেকে শুরু করে ট্রেডমার্ক, ট্রেডলাইসেন্স, ওয়েবসাইট ছাড়াও সকল ধরনের ব্যবসায়িক লাইসেন্স, ইম্পোর্ট-এক্সপোর্ট লাইসেন্স পেতে সহযোগিতা করে থাকি।
চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেনঃ
কল করুন এই নাম্বারেঃ 01855 88 88 29
Leave a Reply
You must be logged in to post a comment.