টাকা ব্যাংকে লাভবান হচ্ছেন কি ? বিস্তারিত জেনে নিন।
- April 30, 2021
- Posted by: HR Raju
- Categories: উদ্যোক্তা, ব্যবসা
টাকা ব্যেঙ্কে লাভবান হচ্ছেন কি ?
কেননা টাকার মান কমতে থাকে।
তার মানে ব্যাঙ্ক এ ফিক্সড ডিপোজিট করে রাখার পরও টাকার মূল্য কমছে দিন দিন (না করলে আরও বেশি কমছে)। আলটিমেটলি এর মানে হচ্ছে, আপনি যত বেশি সময় ধরে টাকা ব্যাঙ্ক এ জমা রাখবেন, আপনার টাকা ততই কমে যাবে।
বিশাল সমস্যা তাই না ? এই সমস্যা সমাধানের উপায় কি?
ওয়ারেন বাফেটের একটা উক্তি হচ্ছে,সব ডিম এক পাত্রে রাখবেন না।
এর অর্থ হচ্ছে, ব্যবসা বিনিয়োগ করলে সেটা এক জায়গায় করবেন না, একাধিক জায়গায় বিনিয়োগ করলে ঝুকি কমে।
যাদের অলস টাকা ব্যাঙ্ক এ পড়ে আছে, তাঁরা যদি এই ব্যাপারটা অনুধাবন করেন, এবং বিভিন্ন সেক্টরে বিনিয়োগে এগিয়ে আসেন, তাহলে কিন্তু বড়সড় একটা পজিটিভ পরিবর্তন ঘটে যেতে পারে আমাদের অর্থনীতিতে। প্রচুর ক্যাশ ফ্লো হবে, প্রচুর ইকোনমিক একটিভিটি বাড়বে, প্রচুর এমপ্লয়মেন্ট তৈরি হবে, এবং আলটিমেটলি দারিদ্র্য দূর হবে, জিডিপি’র আরও প্রবৃদ্ধি হবে। নিজের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি দেশ এগিয়ে যাবে।
তাই, এখন ব্যাঙ্ক এ জমানো টাকা আছে যার, বিনিয়োগ করার তার শ্রেষ্ঠ সময়।
ট্রেড লাইসেন্স থেকে শুরু করে কোম্পানি নিবন্ধন, ট্রেডমার্ক সব কিছুই আপনার হাতের কাছে।
কল করে জেনে নিন যেকোন তথ্যঃ
Leave a Reply
You must be logged in to post a comment.