টাকা ব্যাংকে লাভবান হচ্ছেন কি ? বিস্তারিত জেনে নিন।

টাকা ব্যেঙ্কে লাভবান হচ্ছেন কি ?

কয়েকবছর আগেও ব্যাঙ্ক এ টাকা রাখলে ১২% এর মত ইন্টারেস্ট পাওয়া যেতো। এখন পাওয়া যায় মাত্র ৩% থেকে ৭% এর মতো।
সাধারণত প্রতি বছর টাকার মূল্য কমে, ৬% থেকে ৮% এর মতো (Inflation)। মানে হচ্ছে, ব্যাঙ্ক এ ১০০ টাকা জমা রাখলে পরের বছর সেই ১০০ টাকার মূল্য হবে আসলে ৯২ টাকা থেকে ৯৪ টাকা।

কেননা টাকার মান কমতে থাকে।

এখন ধরা যাক, ব্যাঙ্ক আপনাকে বছর শেষে ইন্টারেস্ট দিলো (ট্যাক্স এবং অন্যান্য ফি কাটার পর) ৪%। সেক্ষেত্রে এই ইন্টারেস্ট সহ আপনার সত্যিকারের ফাইনাল ব্যালেন্স হবে ৯৬ টাকা থেকে ৯৮ টাকা। ফাইনালি বছর শেষে আপনার লস হবে ২% থেকে ৪% টাকা। আর, যারা ব্যাঙ্ক থেকে ইন্টারেস্ট নেন না, তাঁদের লস তো আরও বেশি (৬% থেকে ৮%)!

তার মানে ব্যাঙ্ক এ ফিক্সড ডিপোজিট করে রাখার পরও টাকার মূল্য কমছে দিন দিন (না করলে আরও বেশি কমছে)। আলটিমেটলি এর মানে হচ্ছে, আপনি যত বেশি সময় ধরে টাকা ব্যাঙ্ক এ জমা রাখবেন, আপনার টাকা ততই কমে যাবে।

বিশাল সমস্যা তাই না ? এই সমস্যা সমাধানের উপায় কি?

উপায় হচ্ছে ব্যাঙ্ক এ সব টাকা রাখা যাবেনা। সেখান থেকে কিছু টাকা বিনিয়োগ করতে হবে বিভিন্ন যায়গায়, যেন ব্যাঙ্ক এ টাকা রাখার এই লস রিকভার করা যায়। বিনিয়োগ করা যেতে পারে বিভিন্ন সম্পদ কেনায়, ক্ষুদ্র ব্যবসায়, শেয়ার বাজারে, কিংবা স্টার্টআপ এ।
বিনিয়োগ সবসময়ই ঝুঁকিপূর্ণ, কিন্তু যথেস্ট যাচাই বাছাই করে বুঝে শুনে বিনিয়োগ করলে সেই ঝুঁকি অনেকটাই এড়ানো যায়। আর, বিনিয়োগ এ বৈচিত্র্য আনাটাই হচ্ছে সেরা উপায়।
ওয়ারেন বাফেটের একটা উক্তি হচ্ছে,
সব ডিম এক পাত্রে রাখবেন না।

এর অর্থ হচ্ছে, ব্যবসা বিনিয়োগ করলে সেটা এক জায়গায় করবেন না, একাধিক জায়গায় বিনিয়োগ করলে ঝুকি কমে।

ব্যাঙ্ক এ টাকা জমিয়ে নিশ্চিত লসের চাইতে বিনিয়োগ করে কিছুটা লসের ঝুঁকি নিয়ে লাভের সম্ভাবনা অনেক ভাল সিদ্ধান্ত।

যাদের অলস টাকা ব্যাঙ্ক এ পড়ে আছে, তাঁরা যদি এই ব্যাপারটা অনুধাবন করেন, এবং বিভিন্ন সেক্টরে বিনিয়োগে এগিয়ে আসেন, তাহলে কিন্তু বড়সড় একটা পজিটিভ পরিবর্তন ঘটে যেতে পারে আমাদের অর্থনীতিতে। প্রচুর ক্যাশ ফ্লো হবে, প্রচুর ইকোনমিক একটিভিটি বাড়বে, প্রচুর এমপ্লয়মেন্ট তৈরি হবে, এবং আলটিমেটলি দারিদ্র্য দূর হবে, জিডিপি’র আরও প্রবৃদ্ধি হবে। নিজের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি দেশ এগিয়ে যাবে।

তাই, এখন ব্যাঙ্ক এ জমানো টাকা আছে যার, বিনিয়োগ করার তার শ্রেষ্ঠ সময়।

আর আপনার ব্যবসার সকল ডকুমেন্টের সহায়তা নিতে পারেন আমাদের কাছ থেকে।

ট্রেড লাইসেন্স থেকে শুরু করে কোম্পানি নিবন্ধন, ট্রেডমার্ক সব কিছুই আপনার হাতের কাছে।

কল করে জেনে নিন যেকোন তথ্যঃ

018 55 88 88 29


Leave a Reply