ব্যবসায়িক আইডিয়া ২০২১ এর জন্য। ১ম পর্ব।

ব্যবসায়িক আইডিয়া ২০২১ এর জন্য। ১ম পর্ব।

২০২১ এ শুরু করতে পারেন এমন ৫ টি ব্যবসার আইডিয়ার ব্যাপারে আজকে শেয়ার করবো।

১. কন্সাল্টেন্ট সার্ভিস।

আপনি যদি কোন বিষয়ে ভাল জেনে থাকেন, যা অপরকে সহযোগিতা করবে তবে আপনি ব্যবসা হিসেবে কনসালটেন্সি সেবা প্রদান করতে পারেন। যেমনঃ আমদানি রপ্তানি কনসালটেন্সি, আইন সেবা, মার্কেটিং কনসালটেন্সি, ব্যবসায়িক কনসালটেন্সি, আয় কর ইত্যাদি।

২. প্যাকেজিং ব্যবসা

ভাল পন্য কালেকশন করে তা প্যাকেটজাত করে খুচরা বাজারে বিক্রয় শুরু করতে পারেন। এর সবচেয়ে ভাল দিক হচ্ছে কোয়ালিটি ভাল রাখতে পারলে ব্যবসা সহজেই দাড়িয়ে যায়। কারন খোলা বাজারের পণ্যের চাহিদা যতদিন না শেষ হবে ততদিন প্যাকেটজাত পন্যের চাহিদা বাড়তে থাকবে।

৩. মেডিক্যালের এক্সেসোরিস বিক্রয়।

ব্যবসাটি সবার কাছে পরিচিত না হওয়ায় গ্রামে বা মফঃস্বলে এর চাহিদা থাকায় এই ব্যবসাটি শুরু করতে পারেন। এছাড়া অনলাইনেও আপনার ব্যবসা বৃদ্ধি করার সুযোগ আছে এই ক্যাটাগরিতে।

৪. ফুড ট্রাক সার্ভিস।

শুনতে নতুন হলেও বিশ্বের অনেক জায়গায় এটা খুব জনপ্রিয়। ছোট কাভার্ড ভ্যেন কে স্পেশাল খাবারের দোকানে পরিবর্তন করে ছুটে চলা যায় যেকোন জায়গায়।

৫. কৃষি ব্যবসা

বাজারে এমন কিছু পন্যের চাহিদা আছে যার জোগান কম হওয়ায় দাম বেশি, এছাড়া ভাল মানের কৃষি পন্য উৎপাদন করে এখন রপ্তানি করা যাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায়। আশা করি আইডিয়া গুলো আপনাদের ভাল লেগেছে, পোস্ট টি শেয়ার করে অন্য কে জানিয়ে দেয়ার সুযোগ করে দিন।

ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম থেকে যে সার্ভিস গুলো নিতে পারেনঃ

▪ কোম্পানি প্রোফাইল,  নামের ছাড়পত্র, নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন, বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধন, কোম্পানির বাৎসরিক রিটার্ন, কোম্পানির শেয়ার হস্তান্তর, সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট, অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন, ই-টিন রেজিষ্ট্রেশন, ট্রেড লাইসেন্স, (এরিয়া গাজীপুর এন্ড ঢাকা) ট্রেডমার্ক, রেজিস্টার্ড, এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স, ভ্যাট,  ইনকাম ট্যাক্স, কোম্পানি প্রোফাইল, ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।

আমাদের সাথে যোগাযোগ করার উপায়ঃ

মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ

01855-888829

 ইমেইলঃ Consultancyfast@gmail.com

 ওয়েবসাইটঃ fastgovt.com

 আমাদের অফিসের ঠিকানা,

ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড,

চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।

 গুগোল ম্যাপে আমাদের ঠিকানাঃ


Leave a Reply