এবার একাই করা যাবে কোম্পানি নিবন্ধন।

একাই কোম্পানি করুন।

☑ এখন এক ব্যক্তির কোম্পানি করা যাবে ২৫ লাখ পরিশোধিত মূলধনেই।
উন্নত দেশগুলোতে থাকলেও দেশে এত দিন এক ব্যক্তির কোম্পানি করার সুযোগ ছিল না। কোম্পানি আইন সংশোধন করে এবার সরকার সেই সুযোগটি দিয়েছে।
এক ব্যক্তির কোম্পানি বা ওপিসির পরিশোধিত মূলধন হবে ২৫ লাখ থেকে ৫ কোটি টাকা।

কোম্পানির ধরন অনুযায়ী নামের শেষে লিমিটেড, পিএলসি ও ওপিসি উল্লেখ করতে হবে।

কত টাকা দিয়ে এক ব্যেক্তি কোম্পানি খোলা যাবে ?

? মাত্র ২৫ লাখ টাকা দিয়েই গঠন করা যাবে এক ব্যক্তির কোম্পানি বা ওয়ান পারসন কোম্পানি (ওপিসি)।
কবে থেকে এটা কার্যকর হচ্ছে ?

গত ২৬ নভেম্বর ‘কোম্পানি (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০’–এর গেজেট প্রকাশ করা হয়েছে।

তাহলে কি কোম্পানি তৈরির জন্য দরকার না থাকলেও অংশীদার নিতে হবে না ?

? না, দরকার না থাকলেও ব্যবসায়ে অংশীদার নিতে হয়, ওপিসি হওয়ার পর ব্যবসায়ীদের সেই পথে আর যেতে হবে না। এতে কোম্পানির বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবে, যা এযাবৎকাল পর্যন্ত হয়ে আসছে।

 সরকারী আইনে কি বলা হয়েছে মূলত ?

? সংশোধিত আইনে বলা হয়েছে, একজন প্রাকৃতিক সত্তাবিশিষ্ট ব্যক্তি কেবল একটি ওপিসি গঠন করতে পারবেন। ওপিসির স্মারকে একজন মনোনীত ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে, যিনি একমাত্র শেয়ারহোল্ডার মারা গেলে বা কোম্পানি পরিচালনায় অসমর্থ হলে ওই ওপিসির শেয়ারহোল্ডার হবেন। বলা হয়, কোম্পানি ব্যবস্থাপনার জন্য এতে ব্যবস্থাপক, কোম্পানিসচিব ও অন্য কর্মচারী নিয়োগ করা যাবে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের (আরজেএসসি) নিবন্ধককে জানিয়ে মনোনীত ব্যক্তি পরিবর্তন করার সুযোগ রাখা হয়েছে আইনে।

? তাই এখন আপনিও কোম্পানি নিবন্ধন করতে পারবেন একক মালিকানার অধিকারি হয়েই। আপনার আরো কোন প্রশ্ন, জিজ্ঞাসা, অভিমতের প্রয়োজন হলে আমাদের সরাসরি কল বা ম্যাসেজ করতে পারেন ইনবক্সে।

? ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম যে সার্ভিস গুলো প্রশংসা সহকারে দিয়ে আসছে,
▪ কোম্পানি প্রোফাইল,
▪ নামের ছাড়পত্র,
▪ নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন,
▪ বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধন,
▪ কোম্পানির বাৎসরিক রিটার্ন,
▪ কোম্পানির শেয়ার হস্তান্তর,
▪ সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট,
▪ অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন,
▪ ই-টিন রেজিষ্ট্রেশন,
▪ ট্রেড লাইসেন্স, (এরিয়া গাজীপুর এন্ড ঢাকা)
▪ ট্রেডমার্ক,
▪ রেজিস্টার্ড,
▪ এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স,
▪ ভ্যাট,
▪ ইনকাম ট্যাক্স,
▪ কোম্পানি প্রোফাইল,

▪ ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।

আমাদের সাথে যোগাযোগ করার উপায়ঃ
? মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ

01855-888829

? ইমেইলঃ Consultancyfast@gmail.com

? আমাদের অফিসের ঠিকানা,
ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড,

চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।

? গুগোল ম্যাপে আমাদের ঠিকানাঃ


Leave a Reply