লিমিটেড কোম্পানির বৈশিষ্ট গুলো কি কি ?লিমিটেড কোম্পানির বৈশিষ্ট
- January 22, 2016
- Posted by: HR Raju
- Category: লিমিটেড কোম্পানি
No Comments
লিমিটেড কোম্পানি এমন একটি ব্যবসায়িক ধরন যেখানে কোম্পানিকে একটি স্বতন্ত্র স্বত্বা হিসেবে মনে করা হয়।
লিমিটেড কোম্পানি হিসাবে সরকারীভাবে তালিকাভুক্ত হলে আপনার কোম্পানিকে কর্পোরেশন কর দিতে হবে।
কোম্পানি চালানোর দায়িত্ব মুল পরিচালনা পর্ষদের উপর ছেড়ে দিতে হবে।
ব্যক্তিগত অর্থ এবং কোম্পানির অর্থ পৃথক এবং আলাদা ভাবে হিসাব করতে হবে। কোম্পানির লভ্যাংশে আলাদা ও আপনার ব্যক্তিগত অর্থে আলাদাভাবে কর প্রদান করতে হবে।
মূলধন অনেকের কাছ থেকে (যৌথ মূলধনী) অথবা শেয়ার মার্কেট থেকে সংগ্রহ করতে পারেন।
লিমিটেড কোম্পানি পরিচালনার জন্য একজন পরিচালক(Direcotor) থাকেন। তিনি স্টেক হোল্ডার বা শেয়ার হোল্ডার নন। তিনি কোম্পানি থেকে লভ্যাংশ নেনে না, বেতন নেন।
লিমিটেড কোম্পানিতে অসংখ্য শেয়ার হোল্ডার থাকতে পারে। ফলে দায় বা ঝুঁকিও অনেকের মাঝে সমভাবে বণ্টিত হয়। একজনের উপর বর্তায় না।
লিমিটেড কোম্পানি আজীবন থাকতে পারে শুধু শেয়ারের মালিকানা হস্তান্তর বা বিক্রির মাধ্যমে মালিকানার পরিবর্তন ঘটে।
কোন পরিচালক বা শেয়ার হোল্ডার মৃত্যুবরন করলে সেই শেয়ারের অংশ তার ওয়ারিশগন পাবেন।
ফাস্ট কনসালটেন্সি আপনাকে লিমিটেড কোম্পানি করতে সহায়তা করতে পারে, যেখানে আপনি খুব সহজেই লিমিটেড কোম্পানি করে ফেলতে পারেন।
- নামের ছাড়পত্র
- নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন
- বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধনন
কোম্পানির বাৎসরিক রিটার্ন - কোম্পানির শেয়ার হস্তান্তর
- সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্
- অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন
- ই-টিন রেজিষ্ট্রেশন
- ট্রেড লাইসেন্স, (গাজীপুর, ঢাকা)
- ট্রেডমার্ক,
- রেজিস্টার্ড,
- এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স,
- ভ্যাট,
- ইনকাম ট্যাক্স,
- ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও
- ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।
আপনাদের সাথে যোগাযোগ করার উপায়
আমাদের সাথে আপনি একাধিক উপায়ে যোগাযোগ করতে পারবেন।
মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ
01855-888829
ইমেইলঃ Consultancyfast@gmail.com
ওয়েবসাইটঃ fastgovt.com
এছাড়া চলে আসতে পারেন আমাদের অফিসেঃ
আমাদের অফিসের ঠিকানা,
ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড, চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।
গুগোল ম্যাপে আমাদের ঠিকানাঃ https://g.page/Fastcons
Leave a Reply
You must be logged in to post a comment.