লকডাউনে বাসায় বসে যে কাজ গুলো করতে পারেন।

লকডাউনে বাসায় বসে যে কাজ গুলো করতে পারেন।

লকডাউনে বাসায় বসে সময় গুলো কাজে লাগাতে পারেন খুব দারুন ভাবে, নিচে কিছু আইডিয়া দেয়া হল, চাইলে কাজে লাগাতে পারেন।
লকডাউন চলছে, বা প্রায় লকডাউনের কবলে বাংলাদেশ। অনেকেই বাসায় বসে সময় ব্যয় করছেন, অথচ চাইলে এমন কঠিন সময়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন।
  • ব্যবসায়িক কাজকর্ম যা ব্যস্ততার সময় কাজে লাগাতে পারেন নি, টা সেরে ফেলতে পারেন।
  • ব্যবসাকে প্রসারের জন্য ব্যবসার প্রয়োজনিয় কাগজপত্র গুলো গুছিয়ে বা আপডেট করে নিতে পারেন।
  • ব্যবসায়িক বই পড়তে পারেন, যে বই গুলো আপনাকে সামনের দিনে পথনির্দেশক হিসেবে কাজ করবে।
  • যোগাযোগ বৃদ্ধি করতে পারেন, ব্যবসায়িক ভাবে যাদের সাথে পরিচয় তাদের ফোন দিয়ে কলাকুশলী বিনিময় করে ব্যবসার সুযোগ বাড়িয়ে নিয়ে যেতে পারেন।
  • নতুন ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, লকডাউনের সময় এর থেকে ভাল আইডিয়া নেই।
  • নিজেকে সময় দিতে পারেন, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে এই কয়টা দিন বিশ্রাম নিন, যাতে লকডাউনের পড়ে জোর শক্তি নিয়ে কাজে নেমে পড়তে পারেন।
  • ধর্মীয় দৃষ্টিকোন থেকে উপরওয়ালার সন্তুষ্টি অর্জনে সময় ব্যয় করতে পারেন।
  • আমাদের সাথে ব্যবসায়িক নিবন্ধন বিষয়ক যে কোন তথ্য জানতে পারেন কল করে।
” লকডাউনে বিনামূল্যে ব্যবসার সকল ডকুমেন্ট ( ট্রেড লাইসেন্স, কোম্পানি নিবন্ধন, ট্রেডমার্ক, শেয়ার হস্তান্তর, ভ্যাট ট্যাক্স সহ সকল তথ্য জেনে নিন আমাদের এক্সপার্টের কাছ থেকে “
আমাদের সাথে যোগাযোগ করার উপায়ঃ
? মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ
01855-88 88 29
? ইমেইলঃ Consultancyfast@gmail.com
? ওয়েবসাইটঃ fastgovt.com


Leave a Reply