ব্যবসার জন্য পণ্য নির্বাচন

ব্যবসা শুরু করার আগে যেভাবে পণ্য নির্বাচন করবেন?

ব্যবসার সফলতা নির্ভর করে ব্যবসার পন্য বা সার্ভিস টি কতটুকু গ্রাহকের প্রয়োজন তার উপর, আজকে এই কিছু গুরুত্বপুর্ন পয়েন্ট উল্লেখ করবো।

ব্যবসা আকৃতিঃ

আপনি যেখানে ব্যবসা করবেন এবং সেই জেলা কেমন বড় তা নির্ধারন করে নিতে হবে।

জনসংখ্যার পরিমানঃ

সেই জেলার জনসংখ্যার পরিমাণ কত, যাতে গ্রাহকের সংখ্যার ব্যাপারে ধারনা নেয়া যায় আগেই।

গ্রাহক শতাংসঃ

সম্পুর্ন জনসংখ্যার কত শতাংশ মানুষ আপনার গ্রাহক হতে পারে।

গ্রাহকের তথ্যঃ

ক্রেতাদের জীবনযাপন সম্বন্ধে তথ্য সংগ্রহ জেনে নিতে হবে, যথাসম্ভব।

গ্রাহকের আয় ব্যয়ঃ

ক্রেতাদের আর্থিক আয়-ব্যায়ের সম্বন্ধেও ধারণা সংগ্রহ করতে হবে আগেই।

ক্রেতার ক্রয় অভ্যাসঃ

এই ক্রেতাদের মাঝে কয়েকজনকে দেখে এবং জেনে তাদের ক্রয়ের অভ্যাস সম্পর্কে জেনে নিতে হবে।

গ্রাহকের পণ্য তালিকা নির্ধারনঃ

এই পণ্যগুলোর তালিকা থেকেই আপনার মূল কাজ শুরু করতে পারেন। এই তালিকা থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে যে পন্য গুলো তারা ব্যবহার করছে সেখান থেকে কোন পন্য টি আপনি ভাল তৈরি এবং বিপনন করতে পারবেন অথবা এমন কোন পন্য পছন্দ করুন যাতে আপনি আরো ভাল কিছু যুক্ত করতে পারবেন।

পন্যের গুনগত মান নির্ধারনঃ

আপনার পণ্যের গুনগত মান অবশ্যই বাজারের সাথে সামঞ্জস্য হতে হবে।

পন্যের সঠিক মুল্য নির্ধারণঃ

 সবশেষে আপনি যে পণ্য নির্বাচন করবেন তার জন্য এমন মুল্য নির্ধারন করতে হবে যাতে অন্যান্য কম্পিটিটর কে পেছনে ফেলা যায়।

পণ্যের সঠিক বাজার মুল্য নির্ধারনঃ

বাজার মূল্য এমন ভাবে নির্ধারণ করতে হবে ক্রেতা যেন তার আগের কেনার দাম থেকে কমে অথবা আরো ভাল পন্য পাওয়ার সুযোগ অর্জন করে।

ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম থেকে যে সার্ভিস গুলো নিতে পারেনঃ

▪ কোম্পানি প্রোফাইল,  নামের ছাড়পত্র, নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন, বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধন, কোম্পানির বাৎসরিক রিটার্ন, কোম্পানির শেয়ার হস্তান্তর, সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট, অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন, ই-টিন রেজিষ্ট্রেশন, ট্রেড লাইসেন্স, (এরিয়া গাজীপুর এন্ড ঢাকা) ট্রেডমার্ক, রেজিস্টার্ড, এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স, ভ্যাট,  ইনকাম ট্যাক্স, কোম্পানি প্রোফাইল, ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।

আমাদের সাথে যোগাযোগ করার উপায়ঃ

মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ

01855-888829

 ইমেইলঃ Consultancyfast@gmail.com

 ওয়েবসাইটঃ fastgovt.com

 আমাদের অফিসের ঠিকানা,

ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড,

চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।

 গুগোল ম্যাপে আমাদের ঠিকানাঃ


Leave a Reply