কিভাবে ব্যবসা বাড়িয়ে নেয়া যায়। 

কিভাবে ব্যবসা বাড়িয়ে নেয়া যায়।

আজ দ্বিতীয় পর্ব।
গত পর্ব না পড়ে থাকলে এখান থেকে পড়ে নিতে পারেন।
গত পর্বে ব্যবসা শুরু করার তিনটি গুরুত্তপুর্ন পয়েন্টের কথা বলা হয়েছে।
☑ দক্ষতা
☑ বিনিয়োগ
☑ পরিকল্পনা
আজকে বিনিয়োগ এবং পরিকল্পনার বিষয়ে বলা হবে।

২। বিনিয়োগঃ

অনেকে ধারনা বিনা পূঁজিতেও ব্যবসা হয়। আমরাও বলছি হয়, তবে কিছু ব্যবসা আছে যেখানে মূলধন ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না। অধিকাংশ ব্যবসার ক্ষেত্রে পূঁজি ছাড়া শুরুই করতে পারবেন না। তাই আপনি যে ব্যাপারে অভিজ্ঞ; তার উপর ভিত্তি করে গড়ে তোলা সময়োপযোগী এবং সুপরিকল্পিত একটি প্রকল্প শুধুমাত্র প্রয়োজনীয় বিনিয়োগের অভাবে স্থগিত রাখুন প্রয়োজনে । ব্যবসা শুরুর আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখুন।
? ব্যবসা থেকে মুনাফা আসার আগে পর্যন্ত আপনি আপনার দৈনন্দিন ব্যয় বহনের জন্য আর্থিক ভাবে স্বচ্ছল কিনা?
? বিনিয়োগটি যেন আপনার সর্বস্ব না হয়।
? একাধিক আয়ের উৎস থাকাটা ইতিবাচক।
? ব্যবসায়ে প্রয়োজনীয় প্রাথমিক বিনিয়োগের উৎস কি হবে ?
? ব্যক্তিগত কিংবা ব্যাংকের লোন নিয়ে থাকলে পরিশোধের প্রক্রিয়া কি হবে ঠিক করুন।
বিঃদ্রঃ কখনো কোন অবস্থায় টাকা হাতে আসার আগেই সেটা হিসেবে অন্তর্ভুক্ত করবেন না।

 ৩। সঠিক পরিকল্পনাঃ

অনেক দক্ষ এবং আর্থিক ভাবে সচ্ছল উদ্যোক্তার একটি বড় ভুল অপরিকল্পিত পরিচালনা। যখন যা ইচ্ছে করে ফেলা। আপনার মাথায় অনেক ধরনের ভাল আইডিয়া এসেছে তাতেই কিন্তু আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারেন না,
আপনার পরিকল্পনা হতে হবে নিখুত। তাছাড়া যে কাজটি করতে আপনি মূল্যবান সময়, অর্থ, সামর্থ, শক্তি ব্যয় করছেন তা কি কখনো সঠিক পরিকল্পনার অভাবে হারিয়ে যেতে দেখতে ভালো লাগবে?
অবশ্যই না।
তাই নিজেই কাগজ কলম নিয়ে বসে পড়ুন, প্রয়োজনে এক্সপার্টদের সহায়তা নিন। মনে রাখবেন শিখতে লজ্জা পেলে চলবে না। পরিকল্পনা প্রস্তুতে বিশেষ লক্ষ্যনীয় দিক সমূহঃ
? পরিকল্পনাটি যেন সকলের জন্য বোধগম্য হয়।
? পণ্য বা সেবার সঠিক পরিচিতি, ধরন, মূল্য, সম্ভাব্য ক্রেতার বিবরন লিখে নিতে হবে।
? সমাজ বাস্তবতা, অর্থনৈতিক কাঠামো, সরকার ব্যবস্থা, অবকাঠামোর সাথে পরিকল্পনার সাদৃশ্য থাকতে হবে।
? মোট মূলধন কত লাগবে, কবে উঠে আসবে, মুনাফা কত হতে পারে লিখতে হবে।
? মনে রাখবেন, পরিকল্পনা যেন প্রয়োজনে পরিবর্তন করা যায়।
বিঃদ্রঃ আবেগের বসবর্তী হয়ে পরিকল্পনা করা থেকে বিরত থাকুন।
? ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম থেকে নিন আপনার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার সকল লিগ্যাল ডকুমেন্ট। কোম্পানি নিবন্ধন থেকে শুরু করে ট্রেডমার্ক, ইম্পোর্ট – এক্সপোর্ট লাইসেন্স, নামের ছাড়পত্র সহ সকল কিছুই এখন এক যায়গায়।
? আমরা যে ধরনের সেবা গুলো প্রদান করে থাকিঃ
? নামের ছাড়পত্র,
? নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন,
? বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধন,
? কোম্পানির বাৎসরিক রিটার্ন,
? কোম্পানির শেয়ার হস্তান্তর,
? সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট,
? অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন,
? ই-টিন রেজিষ্ট্রেশন,
? ট্রেড লাইসেন্স, (এরিয়া গাজীপুর এন্ড ঢাকা)
? ট্রেডমার্ক,
? রেজিস্টার্ড,
? এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স,
? ভ্যাট,
? ইনকাম ট্যাক্স,
? ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।
আপনাদের সাথে যোগাযোগ করার উপায় ⁉মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ
01855-888829 ? ইমেইলঃ Consultancyfast@gmail.com
আমাদের অফিসের ঠিকানা,
ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড, চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।
? গুগোল ম্যাপে আমাদের ঠিকানাঃ https://g.page/Fastcons


Leave a Reply