ধরা যাক আপনার কাছে দশ লক্ষ টাকা আছে, আপনি একটি ব্যবসা শুরু করতে চাচ্ছেন। কিন্তু যে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাতে ৫০ লাখ টাকার মত মূলধন লাগবে।

আবার আপনার অন্য আরেকটি ব্যবসা আছে যেটাও আপনি চালিয়ে যেতে চান। এমন অবস্থায় আপনি যা করতে পারেন তা হল লিমিটেড কোম্পানি করে আপনার ব্যবসার বিনিয়োগ জোগাড় করা এবং দুটি ব্যবসা চালিয়ে যাওয়া।


আপনি লিমিটেড কোম্পানি বা কোম্পানি নিবন্ধন করলেন এবং আপনি সেখানে ৫ লাখ টাকা দিলেন এবং এমন আরো ৯ জনকে নিয়ে মোট ৫০ লক্ষ টাকার মাধ্যমে আপনার ব্যবসা দুটিকেই চালিয়ে নিয়ে যেতে পারবেন। এটাই মূলত লিমিটেড কোম্পানির মাধ্যমে করা যায়।

কোনো প্রকার আইনি জটিলতা ছাড়াই, নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করার জন্য কোম্পানির নিবন্ধন আর ট্রেড লাইসেন্স এর কোনো বিকল্প নেই।
লিমিটেড কোম্পানির আরো ১০ টি সুবিধাঃ

ব্যেক্তিগত দায়বদ্ধতা কমিয়ে আনা যায়।

পেশাদারি কর্মপন্থা নিশ্চিত হয়।

ট্যাক্স হ্রাস এবং পরিকল্পনা সঠিক ভাবে নেয়া যায়

ব্যেক্তিগত উচ্চ পারিশ্রমিক লাভ করা যায়।

কোম্পানি বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহন করতে পারে।

প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত হয়।

বিনিয়োগ বৃদ্ধির সুযোগ বেড়ে যায়।

একটি নামে প্রতিষ্ঠানের ব্যবসা চালিয়ে যাওয়া যায়।

আয়ের উৎস বৃদ্ধি পায়।

প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী স্থায়িত্ত নিশ্চিত হয়।

উক্ত সুবিধাগুলো পেতে ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম থেকে করুন আপনার কোম্পানির নিবন্ধন।

এছাড়াও আমরা যে ধরনের সেবা গুলো প্রদান করে থাকিঃ

কোম্পানি প্রোফাইল,

নামের ছাড়পত্র,

নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন,

বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধন,

কোম্পানির বাৎসরিক রিটার্ন,

কোম্পানির শেয়ার হস্তান্তর,

সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট,

অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন,

ই-টিন রেজিষ্ট্রেশন,

ট্রেড লাইসেন্স, (এরিয়া গাজীপুর এন্ড ঢাকা)

ট্রেডমার্ক,

রেজিস্টার্ড,

এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স,

ভ্যাট,

ইনকাম ট্যাক্স,

কোম্পানি প্রোফাইল,

ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।
আপনাদের সাথে যোগাযোগ করার উপায়ঃ

মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ
01855-888829

ইমেইলঃ Consultancyfast@gmail.com

আমাদের অফিসের ঠিকানা,
ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড,
চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।

গুগোল ম্যাপে আমাদের ঠিকানাঃ