- January 24, 2021
- Posted by: Mohammad Shifat
- Category: কোম্পানি নিবন্ধন, লিমিটেড কোম্পানি
No Comments

লাইসেন্স ছাড়া ব্যাবসা পরিচালনা অবৈধ।
এছাড়াও, অনেকেই নামে বেনামে ব্যবসায়ি প্রতিষ্ঠানের সাথে কাজ করে প্রতারণার স্বীকার হচ্ছেন।
কারন, লাইসেন্স ছাড়া যারা ব্যবসা করছে তারা মূলত যেকোন সময় আপনার সাথে প্রতারনা থেকে শুরু করে আপনার পাওনা না মিটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারেন। তাই অবৈধ বা সরকারী লাইসেন্স নেই এমন কোন কোম্পানির সাথে লেনদেন কিংবা ব্যবসার অংশীদার হওয়া থেকে বিরত থাকুন।
যদিও অনেক ব্যবসায়ি আছেন যারা জানেন ই না যে ব্যবসা করতে হলে ব্যবসার ধরন অনুযায়ী সরকারী লাইসেন্স প্রয়োজন হয় এবং অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই কোম্পানি নিবন্ধন বা পার্টনারশিপ নিবন্ধন করে নিতে হয়।
অনেকেই ভাবেন শুধু ট্রেড লাইসেন্স থাকলেই সব ধরনের ব্যবসা পরিচালনা করা যায়। আসলে বিষয়টি সঠিক নয়। তাই লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা থেকে বিরত থাকতে হবে। নিজের প্রতিষ্ঠান কে বড় করতে এবং পার্টনার যুক্ত করে ব্যবসা পরিচালনার জন্য আপনার ব্যবসা অনুযায়ী লাইসেন্স করুন
Fast Consultancy Online Firm
এর মাধ্যমে নিশ্চিন্তে।
এছাড়া যেকোন ধরনের প্রশ্ন থাকলে আমাদের ইনবক্স করতে পারেন।
এছাড়াও আমরা যে ধরনের সেবা গুলো প্রদান করে থাকিঃ

















আপনাদের সাথে যোগাযোগ করার উপায়ঃ

01855-888829


ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড,
চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।

Leave a Reply
You must be logged in to post a comment.