ভ্যাট ও ট্যাক্সের মধ্যে পার্থক্য।

ভ্যাট ও ট্যাক্সের মধ্যে পার্থক্য।

? ভ্যাট ও ট্যাক্সের ? মদ্ধ্যে পার্থক্য আছে, দুই টা ভাল ভাবে বুঝতে পারলে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ইনকাম ট্যাক্স অর্থ আয়কর এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্স সংক্ষেপে ভ্যাট।
অর্থাৎ মূল্য সংযোজন কর (মূসক)।

ট্যাক্স কাকে বলেঃ

একটি প্রতিষ্ঠান, একজন চাকরিজীবী অথবা একজন ব্যবসায়ীর নির্দিষ্ট সীমার মধ্যে যে আয় হয়, তার ওপর সরকারকে নির্দিষ্ট কর দিতে হয়।
তবে ট্যাক্স ও ভ্যাট দুটি শব্দের তফাত রয়েছে। নির্দিষ্ট আয়ের ওপর যে কর দেওয়া হয়, তাকে বলে আয়কর।

ভ্যাট কাকে বলেঃ

আর ভ্যালু অ্যাডিশন অর্থাৎ একটি পণ্যের জন্য যে মূল্য সংযোজন করা হয়, এর ওপর যে কর দিতে হয়, তাকেই ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সংক্ষেপে ভ্যাট।
ট্যাক্স হলো আর্থিক বাধ্যবাধকতা যা সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করতে হয়। এবং ভ্যাট হলো পণ্য উৎপাদন, আমদানি ও রফতানি করার জন্য সরকারকে দেওয়া একটি ফি।
ভ্যাট নিজেই এক ধরনের কর।
ব্যক্তি, সম্পদ ও পরিষেবা এবং বিক্রয়ের উপর আয়কর নেওয়া হয়, যেখানে পণ্যের উপর ভ্যাট নেওয়া হয়ে থাকে।
ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম খুব সহজেই ভ্যাট এবং ট্যাক্স সার্টিফিকেট এর সুবিধা প্রদান করছে:\
ভ্যাট ট্যাক্সের ব্যাপারে সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন সহজেইঃ
ইনবক্স করুনঃ https://m.me/fastcons
☎ মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ
? 01855-88 88 29, 01778 99 88 10


1 Comment

Leave a Reply