ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম।

ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা জরুরি কেন।

? বিজনেসের জন্যে ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরী। কিন্তু কীভাবে খোলা যায় এই অ্যাকাউন্ট?
? একজন ব্যবসায়ী তার দু’টি বিষয়ের মাধ্যমেই পরিচিতি পেতে পারে। একটি হলো কাস্টমারের সাথে তার যাবতীয় ইন্টারেকশন এবং অপরটি হচ্ছে তার ব্যবসায়িক লেনদেন।
? ব্যবসায়ী হিসেবে আপনি স্বাভাবিকভাবেই চাইবেন আপনার ব্যবসা ধীরেধীরে চারপাশে ছড়িয়ে পড়ুক। সেই ছড়িয়ে পড়ার প্রসেসের মাঝে বিনিয়োগের অংশটাও বেশ গুরুত্বপূর্ণ। ব্যবসার বিনিয়োগ ও এর প্রসারের ক্ষেত্রে ব্যাংক বহুভাবে সহযোগিতা করে ব্যবসায়ীদের।
? ব্যাংকের একটি বিজনেস অ্যাকাউন্ট আপনার মাথা থেকে বড় একটা দুশ্চিন্তার বোঝা নামাতে সক্ষম। একইসাথে ব্যবসায়ে আপনার লেনদেন প্রক্রিয়াটি সহজতর কিনা, এটি নিশ্চিত করতেও ব্যাংক আপনাকে সহায়তা করতে পারে।
? ব্যাংক অ্যাকাউন্ট বাছাই করা এবং এটি খোলার বিষয়টি হয়ত অনেকের কাছেই ঝামেলার মনে হতে পারে। তবে অধিকাংশ ব্যাংকই একটি কমন প্রসেসের মাঝেই অ্যাকাউন্ট খুলে থাকে।
? আপনার ব্যবসায়ের জন্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট কতটুকু জরুরী ও কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, আসুন সেসব জেনে নেয়া যাক।

? নিরাপত্তা –

বিজনেসের জন্যে খোলা ব্যাংক অ্যাকাউন্টের সুবিধা হলো, এক্ষেত্রে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আপনার ব্যবসায়িক অ্যাকাউন্টকে আলাদা রেখে limited personal liability পজিশন তৈরি করে আপনাকে নিরাপদ রাখে। ব্যবসায়িক সেবাগুলো আপনার কাস্টমারদের জন্য ক্রয় নিরাপত্তাও প্রদান করে থাকে এবং কাস্টমারদের পার্সনাল ইনফরমেশন সুরক্ষিত রাখাও নিশ্চিত করে।

? প্রফেশনালিজম:

বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনার কাস্টমারেরা ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে অর্থ প্রদান করতে এবং সরাসরি আপনার বদলে আপনার ব্যবসায়ের জন্য চেক প্রদান করতে সক্ষম হবেন। এছাড়াও, আপনি ব্যবসায়ের পক্ষ থেকে কর্মচারীদের প্রতিদিন ব্যাংকের কাজ পরিচালনা করার অনুমতি দিতে পারবেন।

? আগাম প্রস্তুতি:

বিজনেস ব্যাংকিং সাধারণত আপনার প্রতিষ্ঠানের জন্য ঋণ পাওয়ার একটি বিকল্প হিসেবে কাজ করে। জরুরি প্রয়োজনে ক্ষেত্রে বা আপনার ব্যবসার জন্যে এই অ্যাকাউন্টের ফ্যাসিলিটি অনুসারে আপনি ঋণ গ্রহণ করতে পারবেন। তাই ভবিষ্যত প্রয়োজনের জন্যে এই অ্যাকাউন্ট একটি আগাম প্রস্তুতি হিসেবে কাজ করে।

? আপনার ব্যবসা এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থা আলাদা করা:

একটি বিজনেস একাউন্ট আপনার ব্যবসা এবং ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট আলাদা রাখার পাশাপাশি আপনার ব্যবসার ক্যাশ ফ্লো ঠিক রাখতে সহায়তা করে এবং আপনার ব্যবসার আর্থিক স্বাস্থ্যের উপর নজর রাখতে আরও সহজ করে তোলে।

? ট্রান্সপারেন্সি বজায় রাখা:

একটি ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট বছরের শেষে একটি clean and transparent আর্থিক রেকর্ড সরবরাহ করতে সহায়তা করতে পারে। কারণ আপনার ব্যক্তিগত অর্থের হিসাব আপনার ব্যবসার আর্থিক বিবরণীর সাথে কখনো মিলেমিশে যাবে না।
? ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খোলা যে কোনো ব্যবসায়ীর জন্য একটি উত্তম সিদ্ধান্ত। তবে, অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে অবশ্যই সঠিক অ্যাকাউন্ট এর ধরন সনাক্ত করা, নির্ভরযোগ্য ব্যাংকের সন্ধান করা, এবং আপনার ডকুমেন্টেশন যথাযথভাবে আছে কিনা, এসব নিশ্চিত হয়ে নিতে হয়।
? আপনার অ্যাকাউন্ট খোলা, ব্যাংক বাছাই করা, প্রয়োজনীয় তথ্য দেওয়া এবং অ্যাকাউন্টে অর্থায়ন করা এসব ফর্মালিটি শেষে আপনি অ্যাকাউন্টটি ব্যবহার শুরু করতে পারবেন। ধীরে ধীরে ব্যাংক যে সার্ভিসগুলো অফার করছে তাও গ্রহণ করতে পারেন।
আপনার ব্যবসায়ের প্রয়োজনীয় ডকুমেন্ট নিন আমাদের থেকে সহজেই। এছাড়া সহজে ট্রেড লাইসেন্স, বাৎসরিক রিটার্ন, শেয়ার হস্তান্তর,ভ্যাট, আমদানি-রপ্তানী, ই- টিন এবং কোম্পানি নিবন্ধন করুন ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্মে।
সহজে এবং কম খরচে, দ্রুত এবং বিশ্বস্ত সেবা গ্রহন করুন।

বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করার উপায়ঃ

? মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ
01855-888829


Leave a Reply