ব্যবসায় সরকারী বৈধতা কেন প্রয়োজন ?

ব্যবসায় সরকারী বৈধতার প্রয়োজনীয়তাঃ

? ব্যবসা এমন একটা বিষয় যেটাতে বিশ্বাসযোগ্যতা এবং নিয়মানুসারে ব্যবস্থাপনা করাটা খুব গুরুত্বপুর্ন।
এর কোনটার গ্যাপ থাকলে সে ব্যবসা বেশিদিন স্টেবল করেনা।
ব্যবসার সরকারী বৈধতার বিষয়টায় অনেকে এরিয়ে যেতে চায়, চিন্তা করে শুধু শুধু কিছু টাকা কেন খরচ করবে ব্যবসার বৈধতা নিশ্চিত করতে।
প্রথমে এটাকে ভাল সিদ্ধান্ত মনে হলেও ব্যবসা বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারেন যে সিদ্ধান্ত টা সঠিক ছিল না।
আবার অনেকে চিন্তা করেন ব্যবসা বড় হলেই বরং এইসব ডকুমেন্টস তৈরি করবেন। অনেকে তো নুন্যতম ট্রেড লাইসেন্স ই করতে চান না।
এই বিষয়টা মোটেও ব্যবসার জন্য সিকিউর নয়, কেন নয় সে বিষয়েই কয়েকটি পয়েন্ট তুলে ধরবো।

ব্যবসায় ডকুমেন্ট প্রয়োজনীয়তার কারনঃ

? ব্যবসার বৈধতা না থাকলে আপনার ব্যবসা যত ভালই হোক না কেন সেটা রাস্ট্রের কাছে অবৈধ।
? আপনার ব্যবসার কোন ডকুমেন্টস না থাকলে অহেতুক ঝামেলায় পড়ার সমুহ সম্ভাবনা থেকে যায়।
? ব্যবসার হুমকি মোকাবেলায় কোন আইনানুগ ব্যবস্থা নেয়া যায় না বা নিতে গেলে হয়রানির স্বীকার হতে হয়।
? ব্যবসায়িক অনেক পেমেন্ট আটকে দেয় বিভিন্ন কোম্পানি, আপনার ব্যবসার যদি বৈধ ডকুমেন্ট না থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে প্রমান সাপেক্ষে ডকুমেন্টস না দেখাতে পারলে মামলায় হেরে যাওয়া একদম স্বাভাবিক।
? ব্যবসায়িক সমাজে ব্যবসায়ি হিসেবে ভালভাবে পরিচিতি পাওয়া যায় না।
? ব্যবসায়িক কাজের জন্য আপনার ব্যাংকের লোন ও অন্যান্য সুবিধা পাওয়া যায়।
? ব্যবসা বৃদ্ধি করতে গেলে ব্যবসার নিশ্চয়তা এবং সিকিউরিটির জন্য লিগ্যাল ডকুমেন্টস খুব গুরুত্বপুর্ন।
? ইনভেস্টর হটাৎ করে আপনার ব্যবসায় বিনিয়োগ করতে চাইতেই পারে, যদি আপনার ব্যবসার লিগ্যাল ডকুমেন্টস না থাকে তবে কখনোই কোন ইনভেস্টর আপনার ব্যবসায় বিনিয়োগ করবে না। অনেক সময় বিনিয়োগ আসার সম্ভাবনা আসলে লিগ্যাল ডকুমেন্টের জন্য তারাহুরা করা শুরু করে অনেক ব্যবসায়ি। কিন্তু নতুন লিগ্যাড ডকুমেন্ট দেখে ইনভেস্টররা শেষে ইনভেস্ট ই করতে চায় না।
? সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা, প্রনোদনা তারাই পায় যাদের ব্যবসার বৈধ ডকুমেন্টস আছে।

কি বৈধ ডকুমেন্টস নিশ্চিত করা অনেক সময় এবং কঠিন কাজ ?

একদম নয়, ফাস্ট কনসালটেন্সি দিচ্ছে অফিসে বসেই যেকোন লিগ্যাল ডকুমেন্ট পাওয়ার সুযোগ।
? ট্রেড লাইসেন্স
? কোম্পানি লাইসেন্স
? ভ্যাট সার্টিফিকেট।
? এক্সপোর্ট / ইম্পোর্ট লাইসেন্স সহ যেকোন ধরনের লিগ্যাল ডকুমেন্ট পেতে আজকেই কল করে জেনে নিতে পারেন বিস্তারিত বিনামুল্যেই।

সহজে এবং কম খরচে, দ্রুত এবং বিশ্বস্ত সেবা গ্রহন করুন।

বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করার উপায়ঃ
? মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ
01855-888829


Leave a Reply