ব্যবসায় ঝুকি বলতে কি বোঝায় ?

ব্যবসায় ঝুঁকি আসলে কী?

ঝুঁকি বলতে আমরা সাধারণত কোনো কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনাকে বুঝে থাকি। কিন্তু ব্যবসায়ের ভাষায় ঝুঁকি বলতে যেকোনো ধরনের আর্থিক ক্ষতির সম্ভবনাকে বোঝায়। যেসকল কারণে, ব্যবসায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেসব কারণই হচ্ছে ব্যবসায়ের ভাষায় ঝুঁকি। এককথায় বলতে গেলে, আর্থিকমূল্যে পরিমাপযোগ্য ক্ষতিই হচ্ছে ঝুঁকি।
ব্যবসায় আর ঝুঁকি একে ওপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একজন উদ্যোক্তা যখন ব্যবসায় শুরু করার সিদ্ধান্ত নেয়, তখন তাকে বিভিন্ন প্রকার ঝুঁকি ও অনিশ্চিয়তার সম্মুখীন হতে হয়। কোনো ধরনের ঝুঁকি গ্রহণ ছাড়া ব্যবসা করা হচ্ছে সম্ভব নয়। ব্যবসা মানেই ঝুঁকি গ্রহন করা।
ব্যবসার কয়েকটি ঝুঁকি সম্পর্কে উল্লেখ করা হলঃ
  •  লেনদেন সংক্রান্ত ঝুঁকি
  •  অর্থ সংক্রান্ত বা অর্থনৈতিক ঝুঁকি
  •  আইন সংক্রান্ত ঝুঁকি
  •  প্রযুক্তিগত ঝুঁকি
  •  কৌশলগত ঝুঁকি
  •  বাণিজ্যিক ঝুঁকি
  •  অন্যান্য ঝুঁকি

 ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম থেকে যে সার্ভিস গুলো নিতে পারেনঃ

▪ কোম্পানি প্রোফাইল,  নামের ছাড়পত্র, নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন, বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধন, কোম্পানির বাৎসরিক রিটার্ন, কোম্পানির শেয়ার হস্তান্তর, সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট, অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন, ই-টিন রেজিষ্ট্রেশন, ট্রেড লাইসেন্স, (এরিয়া গাজীপুর এন্ড ঢাকা) ট্রেডমার্ক, রেজিস্টার্ড, এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স, ভ্যাট,  ইনকাম ট্যাক্স, কোম্পানি প্রোফাইল, ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।

আমাদের সাথে যোগাযোগ করার উপায়ঃ

মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ
01855-888829

 ইমেইলঃ Consultancyfast@gmail.com
 ওয়েবসাইটঃ fastgovt.com

 আমাদের অফিসের ঠিকানা,

ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড,
চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।

 গুগোল ম্যাপে আমাদের ঠিকানাঃ


Leave a Reply