ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকনির্দেশনা
- June 26, 2022
- Posted by: HR Raju
- Categories: আইডিয়া, উদ্যোক্তা, ব্যবসা, মার্কেটিং
ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকনির্দেশনাঃ
কারণ একটি প্রতিষ্ঠানের ভবিষ্যত কোথায় গিয়ে দাঁড়াবে, তা নির্ভর করে সেই প্রতিষ্ঠানের যথাযথ বিজনেস প্ল্যানের উপরেই। আর কে না জানে, যথাযথ বিজনেস প্ল্যান ও স্ট্র্যাটেজিই হচ্ছে একটি প্রতিষ্ঠান পরিচালনার বলিষ্ঠ ব্লু-প্রিন্ট।
বেরিয়ে আসুন কম্ফোর্ট জোন থেকেঃ
তখন আপনার মাঝে একটা স্যাটিসফ্যাকশন চলে আসে এমন যে, “আর বোধহয় আমাকে পরিশ্রম না করলেও চলবে, ব্যবসা যেমন চলছে তেমনই চলতে থাকুক!” এই কম্ফোর্ট জোনে চলে যাওয়াটাই আপনার ব্যবসাকে ক্ষতির মাঝে ফেলবে। ব্যবসার প্রতিটা সফলতাকে আপনি ব্যবসার পরের স্টেজে উত্তরণের সংকেত হিসেবে গ্রহণ করলেই দেখবেন আপনি কম্পিটিশনে টিকে থাকতে পারছেন।
খোঁজ রাখুন আপনার কম্পিটিটরদের ব্যাপারেঃ
তাই আপনার প্রতিপক্ষ কোন কোন আইডিয়া নিয়ে এগোচ্ছে, তারা কোন কোন সমস্যার কারণে আটকে যাচ্ছে, এসব ব্যাপারে আপডেটেড থাকুন। তাদের সমস্যাগুলো চিহ্নিত করুন, সমাধান বের করুন, আর নিজের বিজনেস প্ল্যানে সেসব ইমপ্লিমেন্ট করুন।.
নজর বুলান প্রতিষ্ঠানের খুঁটিনাটি অংশেঃ
এতে করে তাদের কার্যক্রম কিংবা কোনো চলমান সমস্যার ব্যাপারে (যা আপনাকে তারা সরাসরি জানায়নি) আপনি একটি স্পষ্ট ধারণা পাবেন। এবং পরবর্তীতে সে অনুপাতে আপনি নিজের প্রতিষ্ঠানের প্ল্যান সাজাতে পারবেন।
নিয়মিত কথা বলুন প্রতিষ্ঠানের সেরাদের সাথেঃ
তাদের সাথে অনেকটা খোলামেলাভাবে প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করুন, আইডিয়া নিন, পরামর্শ নিন। এর ফলে প্রতিষ্ঠানকে তারা নিজেদের মনে করে আন্তরিকভাবেই পরামর্শ দিয়ে যাবে। এবং এতে করে প্রতিষ্ঠানও বেশ সহজভাবেই অনেক সম্ভাব্য বাধা পেরোতে সক্ষম হবে।
কাস্টমারকে গুরুত্ব দিনঃ
তাই তাদের ফোন করুন কিংবা ফেসবুকে নক দিন, অথবা মেইল করুন। কাস্টমার যখন বুঝবে যে স্বয়ং প্রতিষ্ঠানের মালিক তাদের কাছ থেকে প্রতিষ্ঠানের ফিডব্যাক নিচ্ছে, তখন তারা অবশ্যই আন্তরিকভাবে সবরকম সহযোগিতাই করে যাবে। কাস্টমারকে গুরুত্ব দিন, সেও আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে।
সহজে এবং কম খরচে, দ্রুত এবং বিশ্বস্ত সেবা গ্রহন করুন।
Leave a Reply
You must be logged in to post a comment.