- January 24, 2021
- Posted by: Mohammad Shifat
- Category: কর্পোরেশন, কোম্পানি নিবন্ধন, লিমিটেড কোম্পানি
No Comments

প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের প্রক্রিয়া
নূন্যতম ২ জন এবং অনধিক ৫০ জন মিলে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারেন। প্রশ্ন হচ্ছে ব্যবসা পরিচালনা করার জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা রয়েছে কিনা? উত্তর হচ্ছে; কিছু আইনগত সুবিধা একচেটিয়া ভোগ করার জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ব্যবসার আকার যখন বৃদ্ধি পায় তখন আইনগত নিরাপত্তাও প্রাধান্য পায়।
কি কি কাগজ-পত্র লাগবে?
(১) কোম্পানির নাম (নামের ক্লিয়ারেন্স প্রাপ্ত হওয়া আবশ্যক)
(২) সংঘ বিধি ও সংঘ স্মারক।
(৩) শেয়ারহোল্ডারদের বিবরণী (যদি শেয়ারহোল্ডার একজন বাংলাদেশী হয় তবে জাতীয় পরিচয়পত্র)
(৪) পরিচালক বিবরণী (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর সহ)
(৫) নিবন্ধিত ঠিকানা
(৬) স্বসাক্ষরিত IX ফরম
(৭) প্রত্যেকের ছবি
খরচ কত?
আপনার অথরাইজ ক্যাপিটাল এর উপর নির্ভর করবে। এক্ষেত্রে সকল সরকারী ফি তে ১৫% ভ্যাট প্রদান করতে হবে।







মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ
01855-888829
ইমেইলঃ Consultancyfast@gmail.com
]
আমাদের অফিসের ঠিকানা, ভাওয়াল কনভেনশন সেন্টার,
শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড, চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।
গুগোল ম্যাপে আমাদের ঠিকানাঃ
Leave a Reply
You must be logged in to post a comment.