কিভাবে ব্যবসা শুরু করবেন।

কিভাবে ব্যবসা শুরু করবেন।

? ইদানিং তরুণরা ব্যবসায় আগ্রহি হচ্ছে, এটা একটা ভাল দিক। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় উদ্যোক্তা হওয়ার সীদ্ধান্ত সত্যি আসার সঞ্চার করে। তবে সিজনাল ব্যবসা কে আসলে ব্যবসা বলা যায় না।
অনেকে ট্রাডিশনাল ব্যবসাকে আধুনিক ভাবে করছে অনেকে ব্যবসার নতুন দিকের সুচনা করছে। তবে অভিজ্ঞতার কারনে ৯০% বেশি ব্যবসা কিছু কারনে ক্ষতির সম্মুখীন হয়। আমাদের দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি পণ্য কেনা এবং বিক্রি করে ব্যবসা পরিচালনা করলেই ব্যবসা লাভের মুখ দেখবে না। ব্যবসায় কিছু কৌশল হিসাব এবং নিয়ম অবশই মেনে চলা উচিত বলে মনে করি।

 ব্যবসা শুরু করতে ৩ টি বিষয় সম্পর্কে নিশ্চিত হয়ে নেয়া ভাল।

☑ দক্ষতা
☑ বিনিয়োগ
☑ পরিকল্পনা

➡ ১। দক্ষতাঃ

সার্টিফিকেটের চেয়ে অনেক বেশি মূল্যবান অভিজ্ঞতা। অভিজ্ঞতাকে কোন কিছুই হার মানাতে পারে না যেকোন ব্যবসায়ের আগে হাতে কলমে শিখে নেয়ার কোন বিকল্প নেই।
? আপনি যে পণ্য বা সেবা নিয়ে ব্যবসা করবেন সে সম্পর্কে আপনার জ্ঞান কিংবা অভিজ্ঞতা কতটুকু?
? কিভাবে সে পণ্যের গুনগত মান নিশ্চিত করা যায় সে সম্পর্কে কতটুকু জানেন?
? আদৌ পন্যটিতে ক্রেতাদের চাহিদা আছে কি?
? কোথায় স্বল্পমূল্যে পণ্যটি পাওয়া যায় তা জানেনতো?
? পণ্য বা সেবাটির ভবিষ্যৎ কি তা জেনে নিন।
? পণ্যটি কাদের কাছে এবং কোন প্রক্রিয়ায় বিক্রী করতে হবে জানুন।
এই বিষয় গুলোর উত্তর মিলিয়ে নিন, যদি মিলিয়ে নিতে পারেন তবে আপনার দক্ষতার জায়গাটুকু ফিলাপ হবে।
? আগামি পর্বে বিনিয়োগ এবং পরিকল্পনার ব্যাপারে লেখা হবে। শেয়ার করুন। জ্ঞ্যন ?‍? শেয়ার করলে কমে না বরং বাড়ে।
? ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম থেকে নিন আপনার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার সকল লিগ্যাল ডকুমেন্ট। কোম্পানি নিবন্ধন থেকে শুরু করে ট্রেডমার্ক, ইম্পোর্ট – এক্সপোর্ট লাইসেন্স, নামের ছাড়পত্র সহ সকল কিছুই এখন এক যায়গায়।
? আমরা যে ধরনের সেবা গুলো প্রদান করে থাকিঃ
? নামের ছাড়পত্র,
? নতুন লিমিটেড কোম্পানি নিবন্ধন,
? বিদেশী লিমিটেড কোম্পানি নিবন্ধন,
? কোম্পানির বাৎসরিক রিটার্ন,
? কোম্পানির শেয়ার হস্তান্তর,
? সোসাইটি/ফাউন্ডেশন/ট্রাস্ট,
? অংশীদারি ফার্ম/পার্টনারশিপ নিবন্ধন,
? ই-টিন রেজিষ্ট্রেশন,
? ট্রেড লাইসেন্স, (এরিয়া গাজীপুর এন্ড ঢাকা)
? ট্রেডমার্ক,
? রেজিস্টার্ড,
? এক্সপোর্ট-ইমপোর্ট লাইসেন্স,
? ভ্যাট,
? ইনকাম ট্যাক্স,
? ওয়েবসাইট ডিজাইন ডেভলপমেন্ট ও ডেক্সটপ অ্যাপ্লিকেশন ইত্যাদি।
? আপনাদের সাথে যোগাযোগ করার উপায় ⁉
☎ মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ
? 01855-888829 ? ইমেইলঃ Consultancyfast@gmail.com
আমাদের অফিসের ঠিকানা,
? ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড, চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।
? গুগোল ম্যাপে আমাদের ঠিকানাঃ https://g.page/Fastcons


Leave a Reply