- January 24, 2021
- Posted by: HR Raju
- Category: উদ্যোক্তা, ব্যবসা
No Comments

কিভাবে ব্যবসা বাড়িয়ে নেয়া যায়।
আজ দ্বিতীয় পর্ব।
গত পর্ব না পড়ে থাকলে এখান থেকে পড়ে নিতে পারেন।
গত পর্বে ব্যবসা শুরু করার তিনটি গুরুত্তপুর্ন পয়েন্টের কথা বলা হয়েছে।



আজকে বিনিয়োগ এবং পরিকল্পনার বিষয়ে বলা হবে।
২। বিনিয়োগঃ
অনেকে ধারনা বিনা পূঁজিতেও ব্যবসা হয়। আমরাও বলছি হয়, তবে কিছু ব্যবসা আছে যেখানে মূলধন ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না। অধিকাংশ ব্যবসার ক্ষেত্রে পূঁজি ছাড়া শুরুই করতে পারবেন না। তাই আপনি যে ব্যাপারে অভিজ্ঞ; তার উপর ভিত্তি করে গড়ে তোলা সময়োপযোগী এবং সুপরিকল্পিত একটি প্রকল্প শুধুমাত্র প্রয়োজনীয় বিনিয়োগের অভাবে স্থগিত রাখুন প্রয়োজনে । ব্যবসা শুরুর আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখুন।





বিঃদ্রঃ কখনো কোন অবস্থায় টাকা হাতে আসার আগেই সেটা হিসেবে অন্তর্ভুক্ত করবেন না।
৩। সঠিক পরিকল্পনাঃ
অনেক দক্ষ এবং আর্থিক ভাবে সচ্ছল উদ্যোক্তার একটি বড় ভুল অপরিকল্পিত পরিচালনা। যখন যা ইচ্ছে করে ফেলা। আপনার মাথায় অনেক ধরনের ভাল আইডিয়া এসেছে তাতেই কিন্তু আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারেন না,
আপনার পরিকল্পনা হতে হবে নিখুত। তাছাড়া যে কাজটি করতে আপনি মূল্যবান সময়, অর্থ, সামর্থ, শক্তি ব্যয় করছেন তা কি কখনো সঠিক পরিকল্পনার অভাবে হারিয়ে যেতে দেখতে ভালো লাগবে?
অবশ্যই না।
তাই নিজেই কাগজ কলম নিয়ে বসে পড়ুন, প্রয়োজনে এক্সপার্টদের সহায়তা নিন। মনে রাখবেন শিখতে লজ্জা পেলে চলবে না। পরিকল্পনা প্রস্তুতে বিশেষ লক্ষ্যনীয় দিক সমূহঃ





বিঃদ্রঃ আবেগের বসবর্তী হয়ে পরিকল্পনা করা থেকে বিরত থাকুন।

















আপনাদের সাথে যোগাযোগ করার উপায়
মোবাইল / হোয়াটস এপ / ভাইভারঃ

01855-888829
ইমেইলঃ Consultancyfast@gmail.com

আমাদের অফিসের ঠিকানা,
ভাওয়াল কনভেনশন সেন্টার, শপ নং ০৮, তৃতীয় তলা, ঢাকা রোড, চৌরাস্তা সদর গাজীপুর – ১৭০৪।

Leave a Reply
You must be logged in to post a comment.