অর্থ সংক্রান্ত ৫ টি গুরুত্বপুর্ন বিষয়
- January 24, 2021
- Posted by: HR Raju
- Categories: কর্পোরেশন, ব্যবসা
No Comments

অর্থকে সঠিক ভাবে ব্যবহার করতে হলে আপনাকে মেনে চলতে হবে কিভাবে অর্থকে সময় অনুযায়ী ব্যবহার করতে হয়। আজকে অর্থ সংক্রান্ত ৫ টি বিষয় সম্পর্কে জানাবো। যা অর্থ কে সঠিক ভাবে ব্যবহার করতে সহায়তা করবে।
১। আগে সঞ্চয় পরে খরচ
সঞ্চয়ের আগে কখনই অর্থ খরচ করা উচিত নয়। কারন সঞ্চয় মানে অর্থ ফেলে রাখা নয়। সঞ্চয় মানে হচ্ছে সঠিক সময়ে সেই অর্থ কে ব্যবহার করা। তাই আয় আসলে তার থেকে সঞ্চয় করে তবেই খরচ করুন।
২। সম্পদ বৃদ্ধির সুযোগ হাতছাড়া করবেন না।
যখন আপনার সুযোগ থাকবে সম্পদ কে পরিশ্রমের মাধ্যমে উন্নিত করার তখন আরো ভাল সময়ের জন্য বসে থাকা যাবে না। অল্প করে হলেও শুরু করতে হবে। কারন সুযোগ কখনই এসে ধরা দেয় না তাকে ধরতে হয়।
৩। আবেগী হয়ে আর্থিক সিন্দান্ত নেয় না
ভালো সিন্দান্ত নিতে পারলে সব সময় ভালো ফলাফল পাওয়া যায়। ধনী মানুষেরা আবেগে প্রভাবিত হয়ে আর্থিক সিদ্ধান্ত নেয় না। তাই সিদ্ধান্ত নেয়ার আগে অবশই ভেবে চিনতে সিদ্ধান্ত নিন।
আবেগী হয়ে সিন্দান্ত নিলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশী থাকে কারন, যখন আবেগ বেশি কাজ করে তখন যুক্তি হেরে যায়।
৪। সব ডিম একই ঝুড়িতে রাখবেন না
ধনী হতে চাইলে বিনিয়োগের দ্বিতীয় বিকল্প নেই। বিনিয়োগে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ঝুঁকি নিতে হবে। তবে সেই ঝুকি নেয়ার সময় এতা যেন এমন ঝুকি না হয় যা আপনার সব অর্থ নষ্ট করে দিতে পারে।
৫। একা সিদ্ধান্ত গ্রহণ করে না
অনেক ব্যবসায়িক একা সিদ্ধান্ত নিয়ে থাকেন, সে ক্ষেত্রে সিদ্ধান্তে ভুল হওয়ার অনেক সম্ভাবনা থেকে যায়। তাই ব্যবসার সাথে জড়িত কিংবা ব্যবসায়িক অভিজ্ঞতা আছে এমন মানুষ থেকে অভিজ্ঞতা নিয়ে সিদ্ধান্ত নেয়া বুদ্ধিমানের কাজ।
ব্যবসা করুন, আর আপনার ব্যবসার সকল বৈধ ডকুমেন্টস এবং কাগজপত্রের জন্য আছে ফাস্ট কনসালটেন্সি অনলাইন ফার্ম।



















ইমেইলঃ Consultancyfast@gmail.com

আমাদের অফিসের ঠিকানা,

Leave a Reply
You must be logged in to post a comment.